Advertisement
Advertisement

উনায় যাচ্ছে তৃণমূলের সংসদীয় প্রতিনিধিদল

শনিবার তৃণমূলের তিন সদস্যের সংসদীয় দল পৌঁছচ্ছে উনা পরিদর্শনে৷

Trinamool MPs to visit Una, Gujarat
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 22, 2016 5:57 pm
  • Updated:July 22, 2016 6:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উনায় দলিতদের উপর অত্যাচারের ঘটনার ইতিমধ্যেই তীব্র নিন্দা করেছিলেন৷ এবার এ নিয়ে জাতীয় স্তরে আরও বড় আন্দোলনের পদক্ষেপ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ শনিবার তৃণমূলের তিন সদস্যের সংসদীয় দল পৌঁছচ্ছে উনা পরিদর্শনে৷

গুজরাটে দলিতদের উপর আক্রমণের এই ঘটনায় উত্তাল জাতীয় রাজনীতি৷ নিজের গড়েই এরকম এক ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ স্বরাষ্ট্রমন্ত্রী ড্যামেজ কন্ট্রোলে নামলেও, প্রতিদিনই সংসদে বিরোধিতার মুখে পড়তে হচ্ছে শাসকদলকে৷ অভিযোগ একটাই, দলিতদের উপর আক্রমণের ঘটনা যতটা গুরুত্ব দিয়ে দেখা উচিত ছিল, তা দেখা হয়নি৷ দীর্ঘদিন অবহেলা করার ফলেই এই ঘটনা চরমে পৌঁছেছে৷ আরও এক ধাপ সুর চড়িয়ে জাতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী জানিয়েছেন, উনার ঘটনা শাসক দলের প্রশাসনিক ব্যর্থতারই নমুনা৷ ইতিমধ্যেই রাহুল গান্ধী গিয়েছেন উনা পরিদর্শনে৷ যাওয়ার কথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের৷

Advertisement

উনার ঘটনায় আগেই নিন্দা করেছিলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ টুইট করে জানিয়েছিলেন, দলিতদের বিরুদ্ধে এ এক সংগঠিত অপরাধ৷ কেন্দ্র যেন দলিতদের সঠিক নিরাপত্তার ব্যবস্থা করে৷ বৃহস্পতিবার শহিদ দিবসের মঞ্চেও তিনি দলিতদের উপর অত্যাচারের প্রসঙ্গ টেনে আনেন৷ এই ইস্যুতে তৃণমূল যে চুপ করে থাকবে না সে ইঙ্গিত দিয়েই রেখেছিলেন৷ এবার সেই মোতাবেক তৃণমূলের তিন সদস্যের সংসদীয় দল পৌঁছচ্ছে উনায়৷ ডেরেক ও’ব্রায়েনের নেতৃত্বে এই দলে থাকছেন কাকলি ঘোষ দস্তিদার ও প্রতিমা মণ্ডল৷

উনা নিয়ে জাতীয় স্তরের আন্দোলন গড়ে তোলার স্পষ্ট ইঙ্গিত থাকল এই পদক্ষেপে৷ প্রধানমন্ত্রীর কুর্সি না চাইলেও, দিল্লিই যে তাঁর নজরে তা একুশের মঞ্চে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ আঞ্চলিক দলগুলির শক্তিশালী হওয়া এবং দেশের ধর্মনিরপেক্ষ যুক্তরাষ্ট্রীয় কাঠামো বজায় রাখার উপর জোর দিয়েছেন তিনি৷ সুতরাং উনার মতো গুরুত্বপূর্ণ এই ঘটনার শুধু নিন্দা করেই ক্ষান্ত হচ্ছে না তৃণমূল৷ বরং এই ইস্যুতে আরও বড় আকারে জাতীয় রাজনীতিতে নিজেদের অস্তিত্ব প্রমাণ করতে আগ্রহী তৃণমূল৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement