সংগ্রাম সিংহ রায়, শিলিগুড়ি: শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অভিনব কৌশল নিল তৃণমূল৷ বোর্ড মিটিং চলাকালীন চড়া সুরে বাঁশি বাজিয়ে বাম পরিচালিত শিলিগুড়ি পুরনিগমে প্রতিবাদে শামিল হলেন তৃণমূল কাউন্সিলররা৷
শনিবার ছিল শিলিগুড়ি পুরনিগমের বোর্ড মিটিং৷ এদিনের এই বোর্ড মিটিং ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় শিলিগুড়ি পুরনিগম৷ ‘হাউজিং ফর অল’ নিয়ে পুরএলাকায় একাধিক ওয়ার্ডে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী দলের কাউন্সিলররা৷ শিলিগুড়ি পুরনিগমের মেয়র অশোক ভট্টাচার্যের পদত্যাগের দাবিও জানানো হয়৷ তাঁদের দাবি না মানায় পকেট থেকে তৃণমূল কাউন্সিলররা বাঁশি বের করে বাজাতে থাকেন৷ বাঁশির আওয়াজে কান পাতা দায় হয়ে পড়ে বাকি কাউন্সিলরদের৷ অনেককেই দেখা যায় দু’হাতে কান চেপে বসে পড়তে। এরপরই হঠাৎ ফাইলপত্র উলটিয়ে, কাগজ ছিঁড়ে উড়িয়ে দেন তাঁরা। তার আগেই মিটিং ছেড়ে বেড়িয়ে গিয়েছেন কংগ্রেস ও বিজেপি কাউন্সিলররা। মেয়র অশোক ভট্টাচার্যের দাবি, শিলিগুড়িতে ক্ষমতা দখল করতে না পেরে ‘মাথা খারাপ’ হয়ে গিয়েছে তৃণমূলের। পুরনিগমের বিরোধী দলনেতা তৃণমূলের রঞ্জন সরকারের দাবি, মেয়র ও পারিষদরা কথা রাখেনি, তাই এই পদক্ষেপ৷
[মনসাপুজোর মেলা দেখতে গিয়ে মারধর, অপমানে নদীতে ঝাঁপ যুবকের]
‘হাউজিং ফর অল’ নিয়ে পুরএলাকায় একাধিক ওয়ার্ডে দুর্নীতির অভিযোগ তোলেন তৃণমূল কাউন্সিলররা৷ অভিযোগ, বাড়ি তৈরির নামে কোটি কোটি টাকা নয়ছয় করছে পুরনিগম৷ টাকা নয়-ছয়ের জেরে পুরনিগমের বাসিন্দারা ঠিকঠাক পরিষেবা পাচ্ছেন না বলেও অভিযোগ তোলেন কাউন্সিলাররা৷ এমনিতেই, শিলিগুড়ি এলাকার সাধারণ পরিষেবার নিয়ে বর্তমান পুরবোর্ডের কাজে ক্ষুব্ধ৷ নিকাশি থেকে শুরু করে পানীয় জল বণ্টন নিয়েও পুরনিগমের পরিষেবা নিয়ে ক্ষুব্ধ সাধারণ বাসিন্দা৷ এই পরিস্থিতির মধ্যে ‘হাউজিং ফর অল’ প্রকল্পে দুর্নীতির অভিযোগ ঘিরেও নতুন করে ক্ষোভের পারদ চড়তে শুরু করেছে শিলিগুড়ির বাসিন্দাদের মধ্যে৷
[ফিক্সড ডিপোজিটের জাল শংসাপত্র! রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.