Advertisement
Advertisement

ডোমকলে খুন শাসকদলের নেতা, অভিযুক্ত কংগ্রেস

গুরুতর জখম আরও এক, তদন্তে পুলিশ৷

Trinamool Congress leader stabbed to death at Domkal

ছবি: প্রতীকী।

Published by: Tanujit Das
  • Posted:March 19, 2019 11:14 am
  • Updated:March 19, 2019 11:14 am

অতুলচন্দ্র নাগ, ডোমকল: ব্যক্তিগত কাজ সেরে রাতে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে খুন হলেন তৃণমূল নেতা৷ গুরুতর জখম আরও এক৷ মৃত নেতার নাম আলতাব শেখ, বয়স ৫০৷ তিনি ডোমকল পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ ছিলেন৷ জখম শাসকদলের  আরও এক নেতা বর্তমানে ডোমকল মহকুমা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন৷ সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের কুচিয়ামোরায়৷ অভিযোগের তির কংগ্রেসের দিকে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

[দাম্পত্য কলহের জেরে স্ত্রী’কে আঘাত, তিনি বাঁচলেও আত্মঘাতী স্বামী ]

Advertisement

জানা গিয়েছে, সোমবার রাত দশটা নাগাদ মোটর বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন আলতাব শেখ৷ বাইকের পিছনে বসে ছিলেন গড়াইমারী পঞ্চায়েতের উপপ্রধান সাবির শেখ৷ ডোমকলের কুচিয়ামোরা এলাকায় হঠাৎই তাঁদের ঘিরে ধরে একদল দুষ্কৃতী৷ অতর্কিতে তাঁদের উপর হামলা করে তারা৷ এলোপাথাড়ি কোপানো হয় শাসকদলের দুই নেতাকে৷  গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থল থেকে পালান সাবির শেখ৷ কোনওক্রমে প্রাণে বাঁচেন তিনি৷ কিন্তু আলতাব শেখ নিজেকে রক্ষা করতে পারেননি৷ তাঁকে ওখানে ফেলেই কোপায় দুষ্কৃতীরা৷

[ভিভিপ্যাট ব্যবহার নিয়ে এবার ভোটারদের পাঠ দেবে নির্বাচন কমিশন]

ঘটনার পরেই কংগ্রেসের বিরুদ্ধে খুনের অভিযোগে সরব তৃণমূল কংগ্রেস৷ বহরমপুরের সাংসদ অধীর চৌধুরির অনুগামীরা এই খুনের সঙ্গে জড়িত বলে অভিযোগ৷ যদি ও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে কংগ্রেস৷ তাদের পালটা দাবি, তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের কারণেই খুন হতে হয়েছে আলতাব শেখকে৷ খুনের কারণ হিসাবে শাসকদলের গোষ্ঠী কোন্দলকে দায়ী করেছে সিপিএমও৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ এদিকে নির্বাচনের আগেই এই খুনোখুনির ঘটনা স্বভাবতই সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে৷ নির্বাচনের সময় ভোটারদের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন৷ স্থানীয় মানুষজন জানাচ্ছেন, ভোট শুরুর আগেই এমন অবস্থা হলে, নির্বাচনের সময়কার কথা ভেবে ভয় পাচ্ছেন তাঁরা৷ ভোটারদের আতঙ্ক দূর করতে প্রশাসনের আরও বেশি করে সজাগ থাকা উচিত বলে মত ওয়াকিবহাল মহলের৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement