Advertisement
Advertisement
বর্ণপরিচয়

মোদিকে ঠেকাতে পুরুলিয়ায় তৃণমূলের অস্ত্র নয়া ‘বর্ণপরিচয়’

৮ মে মোদির সফরের আগে দেওয়াল লিখনে ব্যস্ত তৃণমূল নেতৃত্ব৷

Trinamool Congress graffiti ahead of Modi's Purulia rally
Published by: Sucheta Sengupta
  • Posted:April 30, 2019 11:26 am
  • Updated:May 29, 2023 4:24 pm  

সুমিত বিশ্বাস,পুরুলিয়া: ‘অ-এ অমিত শাহ আসছে তেড়ে, আ-এ আচ্ছে দিন গেল ছেড়ে৷’ নির্বাচনের মরশুমে বিজেপি বিরোধিতায় এভাবেই নতুন বর্ণপরিচয় তৈরি করেছিল রাজ্যের শাসকদল৷ এবার নরেন্দ্র মোদির সফরের আগে পুরুলিয়ার তৃণমূল নেতৃত্ব তাঁর নামে আদ্যাক্ষর দিয়ে বানাল আরেক বর্ণপরিচয়৷ দেওয়াল থেকে সোশাল সাইটের ওয়ালে যা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে৷

[আরও পড়ুন: প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি, শিয়ালদহ-বারুইপুরে রুটে বন্ধ ট্রেন চলাচল]

আগামী ৮ মে পুরুলিয়ায় নির্বাচনী প্রচার করতে যাবেন নরেন্দ্র মোদি৷ দলীয় প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে সভা করবেন৷ এছাড়া জঙ্গলমহলের আরেক জেলা ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী কুনার হেমব্রমের সমর্থনেও প্রচার করবেন মোদি৷ তার আগে বিজেপি বিরোধিতায় জেলা তৃণমূল নেতৃত্বের হাতিয়ার এই নয়া ‘বর্ণপরিচয়’৷ তৃণমূলের তরফে এই দেওয়াল লিখন পুরুলিয়ার বিভিন্ন এলাকায় শোভা পাচ্ছে৷ নরেন্দ্র মোদির নামের আদ্যাক্ষর দিয়ে লেখা হয়েছে, ন-এ নোটবন্দি, রে-তে রাফায়েল, ন্দ্র-য় নীরব মোদি, মো-এ মেহুল চোকসি, দি-তে দাঙ্গাবাজ৷   

Advertisement

১৮৫৫ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহজে শিশুদের বাংলা ভাষা শেখানোর জন্য বিজ্ঞানসম্মতভাবে যে বর্ণপরিচয় রচনা করেছিলেন তাতে ন–এ ছিল নেকড়ে বাঘ,  র–এ রাজহাঁস, ম–এ মহিষ, দ–এ দাঁড়কাক চিনিয়েছিলেন। আজও বাংলা বর্ণ, অক্ষরজ্ঞানের প্রাথমিক ধাপে বর্ণপরিচয়ের ভূমিকা অনস্বীকার্য৷ কিন্তু সেই বর্ণপরিচয়ও ঢুকে পড়ছে রাজনীতির ময়দানে৷ তাই তৃণমূলের ভোট প্রচারে নরেন্দ্র মোদিকে নিয়ে তৈরি হয়েছে নতুন বর্ণমালা৷ আর এই দিয়েই জঙ্গলমহল পুরুলিয়ায় প্রচারে ঝড় তুলছে তৃণমূল। দলের পুরুলিয়া জেলা সভাপতি তথা রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী শান্তিরাম মাহাতো বলছেন, ‘নরেন্দ্র মোদীর নামের ব্যাখ্যা দেওয়াল জুড়ে যা তুলে ধরা হচ্ছে তা সঠিক। দেওয়াল লিখনে এই বর্ণমালা শুধু আমাদের নেতা–কর্মী–সমর্থকরাই নন। আমজনতাও নরেন্দ্র মোদির এই নামের ব্যাখা দিয়ে যেন নতুন বর্ণপরিচয় ভোটের বাজারে সামনে এনেছেন।’

[আরও পড়ুন: দুর্ঘটনায় মৃত বাবা-মা, হাসপাতালের বেডে শুয়ে ঘোর কাটছে না একরত্তির]

তৃণমূল সূত্রে খবর, পুরুলিয়ায় নরেন্দ্র মোদি আসার আগে প্রায় দশ হাজার দেওয়াল এই নয়া বর্ণপরিচয়ে রাঙিয়ে দেওয়ার অলিখিত নির্দেশ পৌঁছে গিয়েছে একেবারে বুথ স্তর পর্যন্ত। তাই সোমবার থেকেই পুরুলিয়া জুড়ে দলের কর্মীরা রঙ–তুলি নিয়ে অঞ্চলে–অঞ্চলে, বুথে–বুথে নেমে গিয়েছেন। ফেসবুক থেকে হোয়াটস অ্যাপ – এই নয়া বর্ণপরিচয় নিয়ে চলছে নানা ঠাট্টা–তামাসা।

ছবি: অমিত সিং দেও

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement