Advertisement
Advertisement

Breaking News

নুসরত

‘একসঙ্গে সকলের জন্য কাজ করব’, প্রচারে কর্মীদের বার্তা নুসরতের

মন্দিরে-মাজারে গিয়ে আশীর্বাদ নিয়ে ভোটপ্রচারে বেরোন তারকা প্রার্থী৷

Trinamool Congress candidate Nusrat Jahan confident of victory
Published by: Sayani Sen
  • Posted:March 23, 2019 3:26 pm
  • Updated:March 23, 2019 3:58 pm  

নবেন্দু ঘোষ, বসিরহাট: দোড়গোড়ায় কড়া নাড়ছে সপ্তদশ লোকসভা নির্বাচন৷ দিন যত এগোচ্ছে, ততই চড়ছে ভোটের উত্তাপ৷ অভিনয়ের আঙিনা থেকে প্রথমবার রাজনীতির ময়দানে নুসরত জাহান৷ তৃণমূলের হয়ে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়ছেন দক্ষ অভিনেত্রী৷ নির্বাচনের আগে তাই ভোটপ্রচারে ব্যস্ত তিনি৷ নিজের কেন্দ্রে গিয়ে ভোট প্রচার করলেন বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরত জাহান৷ সাধারণ মানুষের আশীর্বাদ পেলেই ভোটযুদ্ধে জয় আসবেই, সভামঞ্চ থেকে আত্মবিশ্বাসের সুর নব্য রাজনীতিকের গলায়৷

[সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে ভোটপ্রচারের আগে মন্দির-মাজারে নুসরত]

শনিবার সকাল থেকেই ভোটপ্রচারে ব্যস্ত নবাগত রাজনীতিক৷ এদিন সকালে সন্দেশখালির ১ নম্বর ব্লকে যান নুসরত৷ প্রচারে তাঁর সঙ্গী জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক৷ দলীয় কর্মী-সমর্থকরা তাঁকে অভ্যর্থনা জানান৷ সেখানেই প্রথম সভা করেন বসিরহাটের তৃণমূল প্রার্থী৷ তিনি বলেন, ‘‘ প্রত্যেকের সমস্যা আমি বুঝব৷ একসঙ্গে সকলের জন্য কাজ করব৷ উন্নয়নের যাত্রাকে এগিয়ে নিয়ে যাব৷ আপনাদের আশীর্বাদ এবং স্নেহের হাত মাথার উপর রাখতে হবে৷ আপনাদের ভালবাসা আমার প্রয়োজন৷’’ নুসরতের সভায় এদিন প্রচুর মানুষ ভিড় জমান৷ নবাগত রাজনীতিকের বক্তৃতা শুনে হাততালিতে ভরে ওঠে সভামঞ্চ৷ সন্দেশখালির পর মিনাখাঁতেও একটি প্রচার সভা করেন নুসরত৷ এছাড়াও দলীয় নেতা-কর্মীদের উজ্জীবিত করতে হাড়োয়া এবং শাসনেও জনসভা করার কথা বসিরহাটের তৃণমূল প্রার্থীর৷ রবিবারও হিঙ্গলগঞ্জ, বাদুড়িয়া-সহ বসিরহাট লোকসভা কেন্দ্রের একাধিক জায়গায় প্রচার করবেন নুসরত৷

Advertisement

[আম নেই, আমসত্ত্ব দিয়ে আজ মালদহে রাহুলকে বরণ]

উল্লেখ্য, নুসরত ভীষণ কালীভক্ত৷ তাই প্রচার শুরুর আগে শনিবার সকালে লেক কালীবাড়িতে গিয়ে পুজো দেন নব্য রাজনীতিক৷ পুরোহিতের সঙ্গে মন্ত্রপাঠের মাধ্যমে হাতজোড় করে আশীর্বাদ নেন তিনি৷ এরপরই সোজা চলে যান খিদিরপুরে৷ সেখানে সৈয়দ বাবা মাজারে চাদর চড়ান নুসরত৷ তিনি বলেন, ‘‘সবসময় সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেন মুখ্যমন্ত্রী৷ আমিও সেই আদর্শে অনুপ্রাণিত৷ তাই পুজো দিয়ে, মাজারে চাদর চড়িয়ে ভোটপ্রচার শুরু করছি৷’’ এরপরই সোজা জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে নিজের লোকসভা কেন্দ্রে প্রচারে যোগ দেন নুসরত৷

দেখুন ভিডিও: 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement