Advertisement
Advertisement

Breaking News

নুসরত

সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে ভোটপ্রচারের আগে মন্দির-মাজারে নুসরত

বসিরহাটে একাধিক কর্মসূচি রয়েছে তারকা প্রার্থীর৷

Trinamool candidate Nusrat Jahan starts temple hopping
Published by: Sayani Sen
  • Posted:March 23, 2019 9:56 am
  • Updated:March 23, 2019 10:36 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তম দফায় বসিরহাটে ভোটগ্রহণ৷ চলতি লোকসভা নির্বাচনে ওই কেন্দ্র থেকে ঘাসফুল শিবিরে লড়ছেন নুসরত জাহান৷ রাজনীতির ময়দানে একেবারেই নবাগত এই জনপ্রিয় অভিনেত্রী৷ শনিবার থেকেই ভোটপ্রচার শুরু করলেন নুসরত৷ তার আগে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে লেক কালীবাড়িতে পুজো এবং খিদিরপুরের মাজারে চাদর চড়ালেন তিনি৷

ভোটের দিনক্ষণ ঘোষণার কয়েকদিনের মধ্যে সবার প্রথম প্রার্থীতালিকা প্রকাশ করে তৃণমূল৷ তারপর থেকেই জোরকদমে ভোটপ্রচারে চালিয়ে যাচ্ছেন ঘাসফুল শিবিরে ভোটযোদ্ধারা৷ পিছিয়ে নেই তারকা প্রার্থীরা৷ নিজেদের শুটিংয়ের ব্যস্ত শিডিউলকে আপাতত দূরে সরিয়ে রাজনীতির ময়দানে বেশ কোমর বেঁধে নেমে পড়েছেন তাঁরা৷ সেই তালিকায় নাম লিখিয়েছেন নুসরত জাহানও৷ বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে লড়ছেন অভিনেত্রী৷ শনিবার দিনভর ওই এলাকায় প্রচার কর্মসূচি রয়েছে তাঁর৷

Advertisement

[প্রার্থী পছন্দ নয়, কৃষ্ণনগরে নামের বদলে দেওয়াল সাদা রাখলেন ক্ষুব্ধ বিজেপি কর্মীরা]

সকালেই বাড়ি থেকে বেরিয়ে পড়েন তৃণমূলের তারকা প্রার্থী৷ মা কালীকে ভীষণভাবে বিশ্বাস করেন নুসরত৷ তাই যেকোনও কাজ শুরুর আগেই মাকে পুজো দেন অভিনেত্রী৷ ভোটপ্রচার শুরুর আগেও তার অন্যথা হয়নি৷ শনিবার সকালে লেক মন্দিরে যান তিনি৷ ভক্তিভরে পুজো দেন নুসরত৷

এরপর তিনি চলে যান খিদিরপুরে৷ সেখানে সৈয়দ বাবা মাজারে চাদর চড়ান অভিনেত্রী৷ তিনি বলেন, ‘‘সবসময় সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেন মুখ্যমন্ত্রী৷ আমিও সেই আদর্শে অনুপ্রাণিত৷ তাই পুজো দিয়ে, মাজারে চাদর চড়িয়ে ভোটপ্রচার শুরু করছি৷’’

[নির্বাচনী প্রচারে অভিনব উদ্যোগ, ‘ভোট্টু’কে নিয়ে রঙের উৎসবে প্রশাসনিক কর্তারা]

তাঁর সঙ্গে ছিলেন বেশ কয়েকজন দলীয় কর্মী সমর্থক৷ ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক৷ এরপর সন্দেশখালিতে যাচ্ছেন বসিরহাটের তারকা প্রার্থী৷ শনি এবং রবিবার দু’দিন ধরে বসিরহাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় প্রচার করবেন অভিনেত্রী৷ নুসরতের জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী জ্যোতিপ্রিয় মল্লিক৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement