Advertisement
Advertisement

Breaking News

ছড়া কেটে প্রচার, দেওয়াল লিখনে কাঁকসায় তৃণমূলের ভরসা শিক্ষক নিরুপম

গৃহশিক্ষকের সৌজন্যে মানিকআড়া গ্রামে ২২টি দেওয়াল লিখেছে তৃণমূল।

Trinamool campaign in Panchayat vote
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 28, 2018 7:14 pm
  • Updated:April 28, 2018 7:14 pm  

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: ‘হাত-হাতুড়ি-কাস্তে তারা, সবাই হয়েছে বাংলা ছাড়া৷ ফুটবে না আর পদ্মফুল, বাংলা গড়ছে তৃণমূল৷’

ছড়া’র গ্রাম৷ দেওয়ালে দেওয়ালে পদ্য৷ সুন্দর হাতের লেখায় ফুটিয়ে তোলা হয়েছে শাসকদলের পঞ্চায়েত প্রচার৷ গোটা গ্রাম জুড়েই রুচিসম্মত, সৌন্দর্য বজায় রেখেই পরিচ্ছন্ন প্রচার তৃণমূলের৷ সৌজন্যে, গৃহশিক্ষক নিরুপম ঘোষ৷

Advertisement

কাঁকসার মানিকআড়া গ্রাম৷ একসময়ে তৃণমূলের দাপট থাকলেও বর্তমানে কিছুটা হলেও চ্যালেঞ্জ জানাচ্ছ বিজেপি৷ এই রাজনৈতিক পরিস্থিতিতে গ্রাম জুড়ে পঞ্চায়েত ভোটের ভিন্ন প্রচারে নেমেছে শাসকদল৷ গ্রামীণ রাজনীতির কলুষিত চর্চাকে ফুঁ-দিয়ে উড়িয়ে দিয়ে এক সুস্থ রাজনৈতিক আবহাওয়া তৈরি করার প্রচেষ্টায় নেমেছে তৃণমূল কংগ্রেস৷ পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার অনেক আগে থেকেই স্থানীয় তৃণমূল নেতৃত্ব যোগাযোগ করেন মানিকআড়া গ্রামের গৃহশিক্ষক নিরুপম ঘোষের সঙ্গে৷ বরাবরই ডানপন্থী নিরুপমবাবু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্ধ অনুরাগী৷ স্থানীয় তৃণমূল নেতাদের পক্ষ থেকে ভাল হাতের লেখা হওয়ার জন্যে দলের পক্ষ থেকে দেওয়াল লিখনের প্রস্তাব দেওয়া হয়৷ তখনই তার মাথায় আসে শুধু দেওয়াল লিখনই নয়, একটু অন্যরকম কিছু করার৷

তারপরই রাতারাতি ৩৪টি পদ্য লিখে ফেলেন৷ শুরু হয় দেওয়ালে দেওয়ালে রঙ তুলির সঙ্গে ছন্দের খেলা৷ ছাত্র ছাত্রীদের পড়াতে পড়াতেই শখের কবিতা লেখা৷ ফাঁকা সময়ে কাগজে-কলমে নিয়ে বসে পরে দিস্তা দিস্তা পাতায় পাতায় ছোট ছোট পদ্য লেখাই একসময় ছিল নিরুপমবাবুর নেশা৷ সেই নেশাকেই এবার দেওয়ালে তুলে ধরার সুযোগ পেতে আপ্লুত নিরুপমবাবু৷ তিনি বলেন, “লিখতে লিখতেই ছন্দ চলে আসছে৷ মাঝে মধ্যে নিজের লেখা পদ্য সংশোধনও করছি৷ অন্য রকম আনন্দ লাগছে৷” যদি তৃণমূল ছাড়া অন্য কোনও দলের পক্ষ থেকে দেওয়াল লিখনের প্রস্তাব আসে? অবিচল ভঙ্গিতে তিনি নিরুপমবাবু বলেন, “তৃণমূলের হয়েই এই কাজ করব৷ এখানেই এত এই কাজের চাপ অন্য পর্টির কাজ করতে সময় পাব না৷ তাছাড়া অন্য পার্টির হয়ে লিখতে গিয়ে মনে ছন্দও আসবে না৷”

তৃণমূল সমর্থক নিরুপমবাবুর কাজে খুশি তৃণমূলও৷ দলের জেলা নেতৃত্ব তার এই কাজ দেখে পিঠ চাপড়েও দিয়ে গিয়েছেন৷ এখনও পর্যন্ত কাঁকসার মানিকআড়া গ্রামে ২২টি দেওয়াল লিখেছে তৃণমূল৷ সবটাই নিরুপম ঘোষের সৌজন্যে৷ মানিকআড়া গ্রামজুড়ে শাসকদলের দেওয়াল লিখন দেখতে ভিড় জমছে বেশ৷ মানিকআড়া গ্রামের পঞ্চায়েত সমিতির প্রার্থী সবিতা মল্য বলেন, “অভিনব প্রচার৷ ভোটাররাও উপভোগ করছে৷ দাঁড়িয়ে পড়ছে৷ লেখনি ভাল৷ ভালই সাড়া পড়ছে৷”

এর ফলে কি ভোটে অতিরিক্ত সুবিধা মিলবে? ‘‘সুবিধা মিলবে কি না জানি না, তবে একটু ভিন্ন স্বাদ পাওয়া গেল এই ভোটে৷’’ বলেন সবিতাদেবী৷ ‘উন্নয়নে জোড়া ফুল, পঞ্চায়েতে তৃণমূল৷’ নিরুপম ঘোষের দৌলতে ফের মসনদ দখলের স্বপ্ন দেখছে তৃণমূল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement