Advertisement
Advertisement

Breaking News

সিবিআই তদন্তের আরজি, কলকাতা হাই কোর্টের দ্বারস্থ মৃত বিজেপি কর্মীর পরিবার

পুরুলিয়া কাণ্ডে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ।

Trilochan Mahato’s family moves HC seeking CBI probe
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 18, 2018 4:16 pm
  • Updated:June 18, 2018 4:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  পুরুলিয়া কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে এবার কলকাতা হাই কোর্টে মামলা দায়ের। মামলা করলেন মৃত বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতোর পরিবার। তাঁদের অভিযোগ, পুলিশ কোনওরকম সহযোগিতা করছে না। উলটে মামলা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছে। আগামী শুক্রবার মামলাটির শুনানি হতে পারে জানা গিয়েছে। এর আগে পুরুলিয়া কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল বিজেপি। কিন্তু, সেই আবেদন খারিজ করে মামলাকারীকে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছিলেন শীর্ষ আদালত।

[পুরুলিয়া কাণ্ডে জোর ধাক্কা বিজেপির, সিবিআই তদন্তের আরজি খারিজ সুপ্রিম কোর্টে]

Advertisement

পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পর পুরুলিয়ার বলরামপুরে রহস্যজনকভাবে মারা যান বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতো। স্থানীয় সুপুডি গ্রামে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান গ্রামবাসীরা। মৃতদেহের পাশ থেকে একটি হুমকি পোস্টার পাওয়া যায়। পোস্টারে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে হুমকি বার্তা দেওয়া হয়। বিজেপির দাবি, গত পঞ্চায়েত ভোটে বলরামপুরে দলের হয়ে প্রচারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন ত্রিলোচন। স্থানীয় নেতৃত্বের সঙ্গে তাঁর যথেষ্ট যোগাযোগ ছিল। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তাঁকে পরিকল্পনামাফিক খুন করেছে বলে অভিযোগ। মাত্র তিন দিন পর ফের পুরুলিয়ার বলরামপুরেরই ডাভা গ্রামে দুলাল কুমার নামে আরও এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। রাজ্য জুডে় শোরগোল পড়ে যায়। দুলাল কুমারকেও শাসকদলের দুষ্কৃতীরা খুন করেছে বলে অভিযোগ করে বিজেপি। দুটি ঘটনারই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এদিকে আবার ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলরামপুরের বিজেপি কর্মী দুলাল কুমার।

পুরুলিয়া দলের দুই কর্মীর মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করে বিজেপি। কিন্তু, কয়েক দিন আগেই সেই আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। মামলাকারীকে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সোমবার সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাই কোর্টে মামলা করলেন মৃত বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতোর পরিবার। তাঁদের অভিযোগ, পুলিশ কোনওরকম সাহায্য করছে না। উলটে মামলা প্রত্যাহার জন্য চাপ দেওয়া হচ্ছে। মামলাটি গ্রহণ করেছে কলকাতা হাই কোর্ট। শুক্রবার মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।

[জন্মদিনে ভবঘুরেদের ভোজ, মানবিকতার নজির বালুরঘাটের যুবকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement