সংগ্রাম সিংহরায়, শিলিগুড়ি: আদিবাসী গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে উত্তপ্ত দার্জিলিংয়ে খড়িবাড়ির ভালুকগাড়া৷ একা থাকার সুযোগে ওই মহিলাকে ভয় দেখিয়ে পাঁচজন যুবক একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ৷ খড়িবাড়ি থানায় ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে৷ গণধর্ষণের ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ অধরা এক অভিযুক্ত৷
নির্যাতিতা ওই গৃহবধূর স্বামী নেপালে থাকতেন৷ খড়িবাড়ির ভালুকগাড়ার বাসিন্দা গৃহবধূ মাসের পর মাস একাই বাড়িতে থাকতেন৷ অভিযোগ, সেই সুযোগে স্থানীয় পাঁচ যুবক তাকে উত্যক্ত করত৷ এমনকী, তারা গৃহবধূকে প্রাণনাশের হুমকি দিত বলেও অভিযোগ৷ গৃহবধূর আরও অভিযোগ, হুমকি দিয়েই ওই পাঁচ যুবক একাধিকবার গৃহবধূকে ধর্ষণ করে৷ ইতিমধ্যেই বৃহস্পতিবার নেপাল থেকে বাড়ি ফেরেন মহিলার স্বামী৷ পাঁচ যুবকের কুকর্মের কথা স্বামীকে জানান গৃহবধূ৷ স্থানীয় যুবকদের সঙ্গে এ প্রসঙ্গে কথা বলতে যান নির্যাতিতার স্বামী৷ অভিযোগ, তাতেই বেজায় চটে পাঁচ যুবক৷ গৃহবধূর স্বামীকে বেধড়ক মারধর করে তারা৷ নির্যাতিতার স্বামী স্থানীয় হাসপাতালে ভরতি রয়েছেন৷
ওই যুবকদের কীর্তিতেই গোটা ঘটনা জানাজানি হয়৷ সকলেই জেনে ফেলেন গণধর্ষণের ঘটনার কথা৷ স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে ওই দম্পতি খড়িবাড়ি থানার দ্বারস্থ হন৷ পুলিশের কাছে বিশ্বনাথ বিরজা, টিপরু বিরজা, ভ্যালেন বিরজা, প্রেম বিরজা এবং মাছু বিরজা নামে পাঁচ যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি৷ নির্যাতিতাকে মেডিক্যাল টেস্টে পাঠায় পুলিশ৷ তবে অভিযুক্ত মাছু বিরজা এখনও অধরা৷ তাকে গ্রেপ্তারির দাবিতেই সরব ওই দম্পতি এবং তাঁদের প্রতিবেশীরা৷ ফেরার যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.