আদিবাসী সংগঠনের বন্ধে ব্যাহত রেল পরিষেবা
সুব্রত বিশ্বাস: সারনা ধর্মের স্বীকৃতির দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে রেল রোকো কর্মসূচি। সকাল সাড়ে ছটা থেকে শুরু হওয়া বন্ধ সফল করতে রেললাইনে নেমে পড়েন আদিবাসীরা। তার ফলে একাধিক স্টেশনে দাঁড়িয়ে দুরপাল্লার ট্রেন। আটকে পড়ে হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেসও। ভোগান্তির শিকার যাত্রীরা।
পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল, দক্ষিণ দিনাজপুর এবং মালদহের একাধিক স্টেশনে চলছে এই রেল রোকো কর্মসূচি। অবরোধে আটকে পড়েছে পঁচিশটির বেশি ট্রেন। আদ্রার ডিআরএম সুমিত নারুলা জানান, অবরোধের ফলে প্রচুর ক্ষতি হয়েছে। যাত্রীবাহী ট্রেনের সঙ্গে বারোটি মালগাড়ি আটকে থাকে দীর্ঘক্ষণ। পুরুলিয়াতে আটকে পড়ে হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস।
পরে মুড়ি-চান্দিল দিয়ে ঘুরপথে ট্রেনটি পাঠানো হয়। হাতিয়া এক্সপ্রেস, সম্পর্ক ক্রান্তি ঘুরপথে পাঠানো হয়। দীর্ঘক্ষণ আটকে থাকে বহু ট্রেন। মালদহ থেকে উদ্বোধন হবে অমৃত ভারত এক্সপ্রেস। তবে সেটি ওই শাখা দিয়ে হবে না বলেই জানায় পূর্ব রেল।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.