Advertisement
Advertisement
আদিবাসী বিক্ষোভ

মেলেনি আমফানের ক্ষতিপূরণ, অভিযোগে তির-ধনুক নিয়ে বিক্ষোভ,অবরোধ সুন্দরবনের আদিবাসীদের

বসিরহাট মহকুমা শাসকের দপ্তরের সামনেও চলে ধরনা।

Tribal people block road at Basirhat demanding compensation of Amphan
Published by: Sucheta Sengupta
  • Posted:September 10, 2020 3:26 pm
  • Updated:September 10, 2020 3:32 pm  

জ্যোতি চক্রবর্তী, বসিরহাট: চার মাস হতে চললেও, আমফানের (Amphan)ক্ষতিপূরণের টাকা এখনও হাতে আসেনি। এই অভিযোগে বৃহস্পতিবার আদিবাসী বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল বসিরহাট এলাকা। আদিবাসী নেতাকে মারধরের পর তির-ধনুক নিয়ে বিশাল মিছিল করেন সুন্দরবন আদিবাসী জনকল্যাণ সমিতির কয়েকশো মহিলা ও পুরুষ। এরপর ইছামতী ব্রিজের কাছে রাস্তায় অবরোধ বিক্ষোভ শুরু হয়। এখনও পর্যন্ত অবরুদ্ধ রাস্তা। মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।

বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, হাড়োয়া, মিনাখাঁ ব্লকে আমফান ক্ষতিগ্রস্তরা অনেকেই এখনও টাকা পাননি বলে অভিযোগ। প্রকৃত ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পাচ্ছেন না, বিডিও’র কাছে চাইতে গেলে পরোক্ষভাবে ভয় দেখানো হচ্ছে, চলছে মারধরও। এমনই একাধিক অভিযোগ নিয়ে আজ প্রতিবাদে নামেন সুন্দরবনের আদিবাসী সম্প্রদায়। প্রতিবাদে বসিরহাট টাউন হল থেকে ইছামতী ব্রিজ পর্যন্ত আদিবাসী জনকল্যাণ সমিতির সদস্যরা তির-ধনুক নিয়ে মিছিল করেন। এরপর পথ অবরোধ, ধর্না শুরু হয়।

Advertisement

[আরও পড়ুন: বিচ্ছেদ চেয়েছিল প্রেমিকা, প্রতিশোধ নিতে নাবালিকার গলায় ধারালো অস্ত্রের কোপ বসাল প্রেমিক]

পুলিশের সামনে রীতিমতো তীর-ধনুক, ত্রিশূল নিয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বিক্ষোভ দেখাতে থাকেন। পাশাপাশি, বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে সামনে ধর্নায় বসেন সুন্দরবন জনকল্যান সমিতি আদিবাসী সমিতির কয়েকশো সদস্য। সমিতির নেতা সুকুমার সর্দার বলেন, ”প্রকৃত ক্ষতিগ্রস্তরা আমফানের টাকা পাচ্ছে না। এটা নিয়ে রাজনীতি হচ্ছে। চাইতে গেলে মস্তান দিয়ে ভয় দেখাচ্ছে। এরই প্রতিবাদে আজকে আমরাবসিরহাট মহকুমাশাসক বিবেক ভস্মের কাছে স্মারকলিপি দিতে এসেছি। যতক্ষণ পর্যন্ত এর সমাধান না হবে, ততক্ষণ পর্যন্ত অবস্থান-বিক্ষোভ, ধরনা চলবে।” এ নিয়ে জেলা প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনও। ঘটনাস্থলে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন বসিরহাট থানার বিশাল পুলিশবাহিনী।

[আরও পড়ুন: নাবালিকা ছাত্রীর ‘শ্লীলতাহানি’, শিক্ষিকার স্বামীকে গণপিটুনি উত্তেজিত জনতার]

এমনিতেই আমফানের ক্ষতিপূরণ পাওয়া নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি এখনও থামেনি। মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসন উদ্যোগে ক্ষতিগ্রস্তদের নতুন তালিকা তৈরির পরও কোথাও কোথাও ক্ষতিপূরণের টাকা এখনও পৌঁছয়নি। এ নিয়ে বসিরহাট, সুন্দরবন এলাকার বাসিন্দাদের মধ্যে এখনও ক্ষোভ দানা বেঁধে রয়েছে। তারই প্রতিফলন আজ ঘটল বসিরহাটে। একেবারে তির-ধনুক নিয়ে মহকুমা শাসকের দপ্তরে চড়াও হলেন আদিবাসীরা। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement