সুমিত বিশ্বাস, পুরুলিয়া: করম পরব উপলক্ষে আগামী ৬ সেপ্টেম্বর, মঙ্গলবার ‘সেকশনাল’ ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। তাই ওইদিন স্কুলে কোনও পরীক্ষা না নেওয়ার পরামর্শ মধ্যশিক্ষা পর্ষদের। তবে ‘সেকশনালে’র পরিবর্তে ওইদিন রাজ্য সরকারি ছুটির দাবিতে সরব আদিবাসী কুড়মি সমাজ। শনিবার সকাল ছ’টা থেকে সন্ধে ছ’টা পর্যন্ত ১২ ঘন্টা অবরোধ কর্মসূচির ডাক দিয়েছেন আদিবাসী কুড়মি সমাজের সদস্যরা। পুরুলিয়ার ২৭টি জায়গায় পথ অবরোধ করেন তাঁরা।
শনিবার সকালে পুরুলিয়ার বলরামপুরের উরমা, হুড়ার লালপুর মোড়, পাড়ার পাহাড়িগোরা, সাঁতুড়ির কালপাহাড়ি, ঝালদা ১ নম্বর ব্লকের স্কুল মোড়, জয়পুরের সিন্দরী চাষ মোড়, ঝালদা দুই ব্লকের কোটশিলা, পায়রাচালির কাঁসাই নদীঘাট, পুরুলিয়া ২ ব্লকের ডুমুরডি মোড়, রঘুনাথপুর ২ ব্লকের সগড়কা মোড়, আড়শার হেঁসলা মোড় ও জারি মোড়, মানবাজার ১ ব্লকের জিতুজুড়ি, বিসরি, দুলালডি, পুরুলিয়া ১ ব্লকের কাঁসাই সেতু, শিমুলিয়া, চাষ মোড়, বান্দোয়ানের মধুপুর মোড়, তালপাত মোড়, কুমিরডি মোড়, বরাবাজারের সিন্দরি, কুমারি নদীঘাট, কাশীপুরের হাটতলা মোড়, মানবাজার ২ ব্লকের বুরুডি মোড়, পুঞ্চার কেন্দা স্কুল মোড়ে অবরোধ হয়।
একাধিক অবরোধস্থলে কুড়মি-মাহাতোরা তাদের সাংস্কৃতিক কার্যক্রমও তুলে ধরেন। তার ফলে আটকে পড়ে যাত্রীবাহী বাস, ছোট গাড়ি ও লরি। মোটরবাইক ও সাইকেল আরোহীকে ছাড় দেওয়া হয়নি। তবে আটকে থাকা মানুষজনকে একাধিক অবরোধস্থলে মুড়ি ও ঘুগনি খেতে দেন অবরোধকারীরা।
সকাল থেকে পুরুলিয়ার বিভিন্ন প্রান্তে একাধিক সরকারি বাস আটকে পড়ে। জেলার বহু স্কুলে পৌঁছতে পারেননি শিক্ষক-শিক্ষিকারা। তার ফলে স্কুলে বন্ধ হয়ে যায় পঠনপাঠন।
আদিবাসী কুড়মি সমাজের দাবি, করম পরবে রাজ্য সরকারি ছুটি হিসেবে ঘোষণা করতে হবে। আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিতপ্রসাদ মাহাতো বলেন, “ঐতিহ্যবাহী করম পরবকে ‘সেকশনাল’ ছুটি হিসেবে নয়। রাজ্য সরকারি ছুটি হিসেবে ঘোষণা করতে হবে। এই দাবিতে পথ অবরোধ কর্মসূচি নেওয়া হয়েছে।” এদিকে, শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে প্রধান শিক্ষককে উদ্দেশ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়। স্কুলগুলিকে ২৯ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বরের মধ্যে দ্বিতীয় সামেটিভ পরীক্ষা নিতে বলা হয়েছিল। কিন্তু করম পরবে ছুটির কারণে ৬ সেপ্টেম্বর, মঙ্গলবার স্কুলে কোনও পরীক্ষা নিতে বারণ করা হয়েছে। পরীক্ষাটি পরবর্তী কাজের দিনে নিতে বলা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.