Advertisement
Advertisement

Breaking News

খারাপ আবহাওয়ার জেরে ফের বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ৭ মৎস্যজীবী

চলছে উদ্ধারকাজ৷

Trawler capsize in Bay Of Bengal, 7 fisherman missing
Published by: Sayani Sen
  • Posted:August 1, 2018 10:38 am
  • Updated:August 1, 2018 10:41 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বঙ্গোপসাগরে ট্রলারডুবি৷ ওই ট্রলারে করে বেশ কয়েকজন মৎস্যজীবী দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থেকে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন৷ খারাপ আবহাওয়ার কারণে ডুবে যায় ট্রলারটি৷ নিখোঁজ ট্রলারে থাকা সাতজন মৎস্যজীবী৷  

[দুরন্ত বর্ষায় দুর্ভোগ উত্তর থেকে দক্ষিণে, উত্তাল দিঘার সমুদ্র]

রবিবার বেশ কয়েকটি ট্রলার বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিল৷ মঙ্গলবার বিকেলের পর থেকে আবহাওয়া খারাপ হতে শুরু করে৷ ঝড়-বৃষ্টি শুরু হওয়ায় কাকদ্বীপে ফিরছিল ওই ট্রলারগুলি৷ উত্তাল সমুদ্রে দিক নির্ণয় করতে পারেননি মৎস্যজীবীরা৷ আচমকাই ফ্রেজারগঞ্জের কাছে লুথিয়ান দ্বীপে এফ বি পারমিতা নামে একটি ট্রলার চরায় ধাক্কা মারে৷ এরপরই ডুবে যায় ওই ট্রলারটি৷ কমপক্ষে ১৮ জন মৎস্যজীবী ট্রলারটিতে ছিলেন৷ অন্য ট্রলারে থাকা মৎস্যজীবীরাই শুরু করেন উদ্ধারকাজ৷ কোনওক্রমে ১১জন মৎস্যজীবীকে উদ্ধার করে নির্দিষ্ট স্থানে ফেরে ট্রলারগুলি৷  

Advertisement

[সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ মোট ৭ মৎস্যজীবীর দেহ উদ্ধার]

এরপর মৎস্যজীবীদের কাছ থেকে খবর পেয়েই শুরু হয় উদ্ধারকাজ৷ তড়িঘড়ি কাকদ্বীপ থেকে বেশ কয়েকটি ট্রলার ঘটনাস্থলে যায়৷ সুন্দরবন জেলা পুলিশের আধিকারিকরাও উদ্ধারকাজে সহযোগিতা করেন৷ তবে খারাপ আবহাওয়ার জেরে উপকূলরক্ষী বাহিনী এখনও উদ্ধারকাজে হাত লাগাতে পারেনি৷ রাতে উদ্ধারকাজ চালানো সম্ভব না হলেও, বুধবার সকাল থেকে স্পিডবোট নামিয়ে তল্লাশি শুরু হয়৷ এদিন সকাল পর্যন্ত ১১ জন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হয়েছে৷ নিখোঁজ আরও ৭ জন মৎস্যজীবীর খোঁজে তল্লাশি চলছে৷ ডুবে যাওয়া ট্রলারটিরও খোঁজ চালানো হচ্ছে৷

[নাগরিকপঞ্জির প্রতিবাদ, বনগাঁ ও হাসনাবাদ শাখায় রেল অবরোধ মতুয়াদের]

খারাপ আবহাওয়ার জেরে এর আগেও বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনা ঘটে৷ ১৬ জুলাই দুর্ঘটনার কবলে পড়ে তিনটি ট্রলার৷ দুর্ঘটনার পর বেশ কয়েকদিন ধরে তল্লাশি চালিয়ে মৎস্যজীবীদের দেহ উদ্ধার করা হয়৷ তবে এখনও পর্যন্ত ওই ট্রলারে থাকা চারজন মৎস্যজীবীর কোনও খোঁজ পাওয়া যায়নি৷ দিন পনেরো কাটতে না কাটতেই আবারও এই দুর্ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন৷ খারাপ আবহাওয়া থাকা সত্ত্বেও কীভাবে ট্রলারগুলি সমুদ্রে পাড়ি দিল, তা নিয়ে প্রশ্ন উঠছে৷ যদিও মৎস্যজীবী সংগঠনের দাবি, সমুদ্রে পাড়ি দেওয়ার সময় আবহাওয়া ঠিকই ছিল৷ কোনও নিষেধাজ্ঞাও জারি ছিল না৷ তাই মৎস্যজীবীরা মাছ ধরতে গিয়েছিলেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement