Advertisement
Advertisement

Breaking News

Transportation through air and railway adversely affected due to dense fog in West Bengal

Weather Update: রাজ্যজুড়ে ঘন কুয়াশার দাপট, ব্যাহত বিমান চলাচল, বন্ধ ফেরি

ফের ফিরছে শীত, প্রশ্ন শীতবিলাসীদের।

Transportation through air and railway adversely affected due to dense fog in West Bengal

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:February 21, 2022 8:58 am
  • Updated:February 21, 2022 9:30 am  

নব্যেন্দু হাজরা: ফাল্গুনের সকালে কুয়াশার (Fog) চাদরে মুখ ঢাকল কলকাতা-সহ গোটা রাজ্য। সোমবার ভোরে দৃশ্যমানতা ৫০ মিটারেরও কম ছিল। যার ফলে দমদম বিমানবন্দরে (Netaji Subhas Chandra Bose International Airport) বিমান ওঠানামাও ব্যাহত হয়। বেশ কয়েকটি বিমান ছাড়তে দেরি হয় বলেই খবর। প্রভাব পড়ে রেল পরিষেবাতেও। বন্ধ হয়ে যায় ফেরি। তাপমাত্রার ওঠানামা এবং কুয়াশার ফলে অনেকের মনেই প্রশ্ন তবে কি ফের ফিরবে শীত? যদিও আবহাওয়া দপ্তরের তরফে তেমন কোনও আশার বাণী এখনও শোনা যায়নি।

হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার সকালে কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রার পারদ ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি কম। গত ২৪ ঘণ্টায় সম্ভাবনা থাকলেও বৃষ্টি (Rain) হয়নি। তবে রবিবার ছুটির দিনে মোটের উপর দিনভর মেঘলাই ছিল আকাশ। রাতের দিকে তাপমাত্রার পারাপতনও হয় কিছুটা। শীতপোশাক সরিয়ে রাখা বাঙালিদের ফের তা গায়ে চড়াতেও দেখা যায়। হালকা চাদর কিংবা কম্বল জড়িয়েও ঘুমোতে যান কেউ কেউ।

Advertisement

[আরও পড়ুন: হস্টেলের বাইরে মামাকে দেখেই ছুট, ঘরে ঢুকে হাতের শিরা কাটল ছাত্রী!]

তবে সোমবার সকালে সম্পূর্ণ আবহাওয়া বদল। এদিন ঘন কুয়াশার চাদরে মুখ ঢাকে বাংলা। কলকাতা হোক কিংবা উত্তর ২৪ পরগনা বা হাওড়া – প্রায় সর্বত্রই পরিস্থিতি ছিল একইরকম। তার ফলে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়। কোনও বিমানই বাতিল হয়নি। তবে বিমান ওঠানামায় বেশ কিছুটা দেরি হয়। যার ফলে ট্রেন পরিষেবাও (Train Service) ব্যাহত হয়। ফেরি চলাচলও বিঘ্নিত হয়।

Fog

শনিবার রাত থেকে আচমকাই শীত প্রায় উধাও হয়ে যায়। যদিও তাপমাত্রা যে একধাক্কায় ৪-৫ ডিগ্রি বেড়ে যাবে, তা আগেই জানিয়েছিলেন আবহবিদরা। তারপর রবিবার রাতে কিছুটা তাপমাত্রা কমে। সোমবার ফের কুয়াশার চাদরে মুখ ঢাকে বাংলা। আবহাওয়ার খামখেয়ালিপনা দেখে অনেকেরই প্রশ্ন, তবে কি ফের শীত ফিরতে চলেছে রাজ্যে? যদিও হাওয়া অফিসের মতে, আর নতুন করে শীত ফেরার এখনও পর্যন্ত কোনও সম্ভাবনা নেই।

[আরও পড়ুন: দাদার নজর এড়িয়ে হবু বউদির সঙ্গে প্রেম ও সহবাস, বিয়ের পরই শ্রীঘরে ভাই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement