Advertisement
Advertisement

Breaking News

নয়া ৮টি রুটের বাস ঘোষণা পরিবহনমন্ত্রীর

স্থলপথ, জলপথ ও আকাশপথেও আগামিদিনে আরও উন্নত পরিষেবা দেওয়া হবে বলে জানালেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী৷

Transport minister announces 8 new bus routes for the help of people
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 2, 2016 10:05 am
  • Updated:June 13, 2022 4:15 pm  

স্টাফ রিপোর্টার: ভাইফোঁটার দিন আটটি নতুন রুটের বাস উত্তর ২৪ পরগনাবাসীকে উপহার দিল পরিবহণ দফতর৷ চালু হল দু’টি ভেসেল৷ স্থলপথ, জলপথ ও আকাশপথেও আগামিদিনে আরও উন্নত পরিষেবা দেওয়া হবে বলে জানালেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী৷

মঙ্গলবার ছিল ভাইফোঁটা৷ আর এই দিনেই উত্তর ২৪ পরগনায় ৫টি নন এসি ও ৩টি এসি রুটের বাস চালু করল পরিবহণ দফতর৷ বাসগুলি চলবে–হাবড়া থেকে দিঘা, হাবড়া থেকে আসানসোল, হাবড়া থেকে গড়িয়া ভায়া সেক্টর ফাইভ, করুণাময়ী-দিঘা, বারাসত-আসানসোল, গঙ্গানগর-হাওড়া ভায়া মানিকতলা-শিয়ালদহ, ইউনিটেক-দক্ষিণেশ্বর, সল্টলেক-দমদম পার্ক৷ এই আটটি রুটে ১০টি বাস এদিন উদ্বোধন করেন পরিবহণমন্ত্রী৷ দিনকয়েকের মধ্যে মোট ২১টি বাস এই রুটে চলবে৷ এছাড়াও মণিরামপুর (উত্তর বারাকপুর) থেকে শেওড়াফুলি এবং পার হাসনাবাদ থেকে হাসনাবাদ ভেসেল পরিষেবার উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী৷ তিনি বলেন, “শুধুমাত্র স্থলপথেই নয়, জলপথ ও আকাশপথেও উন্নততর পরিষেবা দেওয়া হবে৷ ৬৮টি ঘাট আধুনিকীকরণ করার কাজ চলছে৷ কোচবিহার থেকে ডবল ইঞ্জিন নাইন সিটার এয়ারক্রাফ্ট শীঘ্রই চালু হবে৷ পুজোর আগে থেকে এ পর্যন্ত ২৭৫টি নতুন বাস চালু করা হয়েছে৷” দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সহযোগিতায় আসানসোল-দুর্গাপুরে ২০টি সিএনজি বাস চালু করা হবে বলে মন্ত্রী জানান৷ হাবড়ায় একটি ট্রাক টার্মিনাস ও প্যাসেঞ্জার ওয়েটিং  রুম এবং বারাসতে বাস টার্মিনাস তৈরির পদক্ষেপও গ্রহণ করেছে পরিবহণ দফতর৷ ইতিমধ্যে এরজন্য অর্থও বরাদ্দ হয়েছে৷ পরিবহণমন্ত্রী বলেন, “আগের সরকারের আমলে প্রতি বাস পিছু ১১জন বাসকর্মী ছিলেন৷ এখন তা কমিয়ে ৫জন করা হয়েছে৷ এতে সরকারের রাজস্ব বৃদ্ধি পেয়েছে৷ ই-বাহন পরিষেবার ফলে আঞ্চলিক পরিবহণ দফতরগুলি থেকে এখন সাধারণ মানুষ দ্রুততার সঙ্গে পরিষেবা পাচ্ছেন৷”

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement