Advertisement
Advertisement

Breaking News

Trains to Puri

চলছে ইন্টার লকিংয়ের কাজ, বাতিল বাংলা থেকে পুরী এবং দক্ষিণ ভারতগামী একাধিক ট্রেন

এক ঝলকে দেখে নিন তালিকা।

Trains to Puri and South India from Bengal are cancelled between 31 January to 5 February | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Paramita Paul
  • Posted:January 30, 2022 10:51 am
  • Updated:January 30, 2022 10:52 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাত্রী সুরক্ষায় জোর দিচ্ছে রেল। দুর্ঘটনা এড়াতে রেল লাইন ইন্টার লকিংয়ের কাজ চলছে জোরকদমে। আর এই কাজের জন্য দূরপাল্লার বেশকিছু ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেল। যার জেরে বিপাকে পড়তে পারেন যাত্রীরা।

দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের হিজলি স্টেশনে থার্ড লাইনের জন্য চলছে ইন্টার লকিংয়ের কাজ। তাই আজ অর্থাৎ ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বেশকিছু দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে অধিকাংশই পুরী ও দক্ষিণ ভারতগামী ট্রেন।

Advertisement

[আরও পড়ুন: ফের মদ্যপ চালকের তাণ্ডব, রেললাইনে ঢুকে পড়ল গাড়ি, বালিগঞ্জে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা]

এক ঝলকে দেখে নিন বাতিল ট্রেনের তালিকা।

  • ১-৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকছে আপ ও ডাউন শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস।
  • ১-৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল রয়েছে আপ ও ডাউন হাওড়া-ভুবনেশ্বর জন শতাব্দী এক্সপ্রেস।
  • ১ ও ৩ ফেব্রুয়ারি বাতিল আপ শালিমার-পুরী এক্সপ্রেস।
  • ৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি বাতিল ডাউন পুরী-শালিমার এক্সপ্রেস।
  • ১, ২ ও ৪ ফেব্রুয়ারি বাতিল থাকছে আপ হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস।

[আরও পড়ুন: সন্ত্রাস দমনে বড় সাফল্য, কাশ্মীরে খতম জইশ কমান্ডার-সহ ৫ জেহাদি]

  • ৩১ জানুয়ারি, ১ ও ৩ ফেব্রুয়ারি বাতিল ডাউন ফলকনুমা এক্সপ্রেস।
  • ১-৪ ফেব্রুয়ারি বাতিল আপ শালিমার-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস।
  • ৩১ জানুয়ারি- ৩ ফেব্রুয়ারি বাতিল ডাউন ইস্ট কোস্ট এক্সপ্রেস।
  • ১ ও ৫ ফেব্রুয়ারি বাতিল আপ হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস।
  • ৩১ জানুয়ারি ও ৩ ফেব্রুয়ারি ডাউন যশবন্তপুর-হাওড়া দুরন্ত এক্সপ্রেস বাতিল।

স্বাভাবিকভাবে যারা এই ট্রেনগুলিতে ভ্রমণের পরিকল্পনা করেছিলেন, বিপাকে পড়লেন তাঁরা। তাই বাড়ি থেকে বরনোর আগে এই তালিকায় অবশ্যই চোখ বুলিয়ে নেবেন।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement