Advertisement
Advertisement

Breaking News

Train Cancel

মেরামতির কাজের জন্য সপ্তাহান্তে বাতিল শিয়ালদহ মেন শাখার বহু ট্রেন, ভোগান্তির আশঙ্কা যাত্রীদের

জেনে নিন বাতিল কোন ট্রেনগুলি।

Trains from Sealdah main line will be cancelled from Saturday | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:February 10, 2023 12:14 pm
  • Updated:February 10, 2023 12:14 pm  

সুব্রত বিশ্বাস: মেরামতির কাজের জন্য সপ্তাহান্তে ফের বাতিল শিয়ালদহ (Sealdah) মেন শাখার বহু ট্রেন। শনিবার রাত থেকে রবিবার রাত পর্যন্ত বাতিল একাধিক ট্রেন। ফলে প্রবল ভোগান্তির আশঙ্কায় নিত্য যাত্রীরা। 

পূর্ব রেল জানিয়েছে, শিয়ালদহ মেন শাখায় ব্রিজ ও লাইনের মেরামতির কাজ করা হবে। সেই কারণেই সপ্তাহের শেষ দুটি দিনে বাতিল এই শাখার একাধিক ট্রেন। জানা গিয়েছে, শনিরা রাত দশটায় শুরু হবে কাজ। ফলে ওইদিন রাত দশটা থেকে রবিবার রাত আটটা পর্যন্ত বাতিল করা হবে বহু ট্রেন। রবিবার বেশিরভাগ অফিস-কাছারি ছুটি। ফলত, ভোগান্তি কিছু কম হবে বলে মনে করছে রেল।

Advertisement

[আরও পড়ুন: কারও ২৫, কারও ৫০ হাজার! ‘ভূতুড়ে’ বিল না মেটানোয় অন্ধকারে গোটা গ্রাম, বিপাকে মাধ্যমিক পরীক্ষার্থীরা]

জেনে নিন বাতিল করা হবে কোন কোন ট্রেন? রেল সূত্রে খবর, শনিবার রাতে একটি করে নৈহাটি, রানাঘাট, শান্তিপুর ও কল‌্যাণী সীমান্ত বাতিল করা হবে। রবিবার বাতিল থাকবে পাঁচ জোড়া নৈহাটি লোকাল, চার জোড়া কল‌্যাণী সীমান্ত, তিন জোড়া রানাঘাট, দু’জোড়া করে বারাকপুর এবং শান্তিপুর লোকাল ও এক জোড়া করে কৃষ্ণনগর ও গেদে লোকাল। বিষয়টা মাথায় রেখে হাতে সময় নিয়ে বাড়ি থেকে বেরনোর পরামর্শ রেলের।

[আরও পড়ুন: তৃণমূলে উত্তরবঙ্গের আরও এক বিধায়ক? অভিষেকের সভার আগে ঘর বাঁচাতে মরিয়া বিজেপি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement