Advertisement
Advertisement

বিজেপির বাংলা বনধে বিক্ষিপ্ত অশান্তি, ব্যাহত রেল চলাচল

লোকাল ট্রেন বাতিলে ভোগান্তি যাত্রীদের৷

Train stopped, public transport disrrupted for 'Bangla Bandh' in West Bengal
Published by: Sayani Sen
  • Posted:September 26, 2018 9:04 am
  • Updated:September 26, 2018 9:04 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইসলামপুর কাণ্ডের প্রতিবাদে চলছে ১২ ঘণ্টার বাংলা বনধ৷ বিক্ষিপ্ত অশান্তি হলেও, মোটের উপর এখনও স্বাভাবিক গোটা রাজ্য৷ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেশনে রেল অবরোধ করেন বিজেপি কর্মীসমর্থকরা৷ গন্তব্যে পৌঁছতে ভোগান্তির শিকার যাত্রীরা৷

[বিজেপির বাংলা বনধের বিরোধিতায় বামেরা, সমর্থন নেই কংগ্রেসেরও]

বনধ সফল করতে ট্রেনকেই হাতিয়ার করল বিজেপি৷ বুধবার ভোররাত থেকেই ওভারহেডে কলাপাতা ছড়িয়ে অবরোধে শামিল হয় তারা৷ সকাল থেকেই শিয়ালদহ মেন ও দক্ষিণ শাখায় ব্যাহত রেল চলাচল৷ পাশাপাশি ডায়মন্ডহারবার, ক্যানিং-লক্ষ্মীকান্তপুর শাখাতেও চলে অবরোধ৷ নদিয়ায় ফুলিয়া-শান্তিপুরের মাঝেও রেল লাইনে বিক্ষোভ দেখান বনধ সমর্থনকারীরা৷ পূর্ব বর্ধমানের ভান্ডারিকুঠিতেও রেল অবরোধে শামিল হয় তারা৷ এছাড়াও শিয়ালদহ দক্ষিণ শাখার ধানুয়া, মল্লিকপুরের ওভারহেডে কলাপাতা বিছিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা৷ ক্যানিংয়ের ভেদভেদিয়াতেও রেল অবরোধ করে গেরুয়া শিবির৷ হাওড়া-খড়গপুর শাখারও বেশ কয়েকটি স্টেশনে বিক্ষোভ দেখান বনধ সমর্থনকারীরা৷ রেল অবরোধ হঠাতে গিয়ে বনধ সমর্থনকারীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে মেচেদা স্টেশন৷ ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় উত্তর ২৪ পরগনার অশোকনগর ও কদম্বগাছিতেও৷ বনধ হঠাতে গিয়ে তৃণমূল ও বিজেপি সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে৷ রেলপুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ হাওড়া মেন শাখার কোন্নগর ও রিষড়া স্টেশনেও রেল অবরোধের জেরে কিছুক্ষণের জন্য পরিষেবা ব্যাহত হয়৷ বিজেপি সমর্থকদের রেল অবরোধের জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে বেশ কয়েকটি লোকাল ট্রেন৷ গন্তব্যে পৌঁছতে সামান্য বেগ পেতে হয় যাত্রীদের৷ রেলপুলিশের উদাসীনতাতেই যাত্রীরা ভোগান্তির শিকার হয়েছেন বলেই অভিযোগ করেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী৷

Advertisement

[বনধ বিরোধীদের পাশে দাঁড়াতে উদ্যোগ তৃণমূলের, শহরে মোতায়েন বাড়তি পুলিশ]

রাজ্যের বেশ কয়েকটি জেলায় সরকারি বাস ভাঙচুর করে বনধ সমর্থনকারীরা৷ কোচবিহারের নিউটাউন-সহ আরও দুটি এলাকায় বাস ভাঙচুর করে তারা৷ পুন্ডিবাড়িতেও অবরোধ করে বিক্ষোভ দেখান বনধ সমর্থকরা৷ এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ হাওড়ার বঙ্গবাসী ও টিকিয়াপাড়াতেও দুটি বাস ভাঙচুর করেন বিজেপি সমর্থকরা৷ বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মেদিনীপুরে৷ পরপর দুটি বাসের জানালার কাচ ভাঙে বিজেপি কর্মীসমর্থকরা৷ এছাড়াও ৬০ নম্বর জাতীয় সড়কের মেদিনীপুর-হোসনাবাদেও অবরোধ করেন বনধ সমর্থনকারীরা৷ এই ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement