Advertisement
Advertisement
Rail Block

১২ বগি ট্রেন-সহ একাধিক দাবিতে অবরোধ, শিয়ালদহ-রানাঘাট শাখায় ব্যাহত রেল চলাচল

অবরোধের জেরে চূড়ান্ত ভোগান্তিতে আমজনতা।

Train service stopped at Sealdah-Ranaghat branch due to protest of passengers | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:August 22, 2023 10:37 am
  • Updated:August 22, 2023 11:04 am

সুবীর দাস, কল্যাণী: সমস্ত গ্যালপিং ট্রেন দাঁড় করাতে হবে, মেমু (MEMU) ট্রেনের বদলে সব ক’টি ১২ বগির ট্রেন দিতে হবে। এমনই বেশ কয়েক দফা দাবিতে মঙ্গলবার সকাল থেকে শিয়ালদহ-রানাঘাট শাখায় রেল অবরোধ (Rail Block)। নদিয়ার মদনপুর স্টেশনে অবরোধে নামলেন সাধারণ যাত্রীরা। সকাল সাড়ে ৭টা থেকে রেলট্র্যাকে বসে চলে অবরোধ। দিনের ব্যস্ত সময় এই অবরোধের জেরে নিত্যযাত্রীরা বিপাকে পড়েছেন। আপাতত এই শাখায় আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ।

অবরোধকারী যাত্রীদের বক্তব্য, দিনের ব্যস্ত সময়, যখন বেশি ভিড় হওয়ার সম্ভাবনা, তখন এই লাইনে দেওয়া হয় MEMU ট্রেন। যার গেট ছোট হওয়ায় যাত্রীদের উঠতে সমস্যা হয়। এই সমস্যার কথা জানিয়ে আগেও বহুবার রেলের কাছে তাঁরা আবেদন করেছেন যে এই সময়ে ১২ বগির ট্রেন দেওয়া হোক। কিন্তু তাতে কোনও সুরাহা হয়নি। এভাবে ছোট গেটে মেমু ট্রেনেই কষ্ট করে যাতায়াত করতে হয়েছে তাঁদের। এবার একেবারে ধৈর্যচ্যুতি ঘটল সাধারণ যাত্রীদের।

Advertisement

[আরও পড়ুন: ‘ব্যর্থতা মানতে পারছি না’, লুনা-২৫ ভাঙার পরেই অসুস্থ হয়ে হাসপাতালে রুশ বিজ্ঞানী]

মঙ্গলবার সকাল ৭টা থেকে মদনপুর (Madanpur) স্টেশনের কাছে রেলট্র্যাকে নেমে ট্রেন অবরোধ করেন যাত্রীদের একটা বড় অংশ। শামিল হন মহিলা যাত্রীরাও। শিয়ালদহ-রানাঘাট শাখায় ডাউন ও আপ লাইনে সমস্ত ট্রেন আটকে পড়ে। প্রতিটি স্টেশনেই দাঁড়িয়ে একাধিক ট্রেন। প্রায় ঘণ্টা তিনেক পর রেল পুলিশ (Rail Police) ঘটনাস্থলে গিয়ে অবরোধ তোলার চেষ্টা করলে অবরোধকারীদের সঙ্গে বচসা হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। নিজেদের দাবি পূরণ না হলে অবরোধ তুলতে নারাজ তাঁরা। রেলের তরফে আশ্বাস এবং তা দ্রুত কার্যকর করা না হলে তাঁরা এভাবেই প্রতিবাদ জারি রাখবে বলে সাফ জানিয়ে দিয়েছেন। মদনপুরে রেল অবরোধের প্রভাব পড়েছে অনেক দূর পর্যন্ত। শিয়ালদহ মেন শাখার একাধিক লাইনে অন্তত আধঘণ্টা দেরিতে চলছে ট্রেন।

[আরও পড়ুন: দ্রুত ছাত্রভোট, ‘অশান্ত’ যাদবপুরের ভার নিয়েই আরজি নয়া উপাচার্যের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement