Advertisement
Advertisement

Breaking News

Train Service

ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি, বনগাঁ শাখায় বন্ধ ট্রেন চলাচল

ব্যাপক সমস্যায় নিত্যযাত্রীরা।  

Train service halted in Bangao line | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:March 13, 2021 4:40 pm
  • Updated:March 13, 2021 5:03 pm  

সুব্রত বিশ্বাস: বনগাঁ (Bangao) শাখায় বন্ধ ট্রেন চলাচল। ঝোড়ো হাওয়ায় চাঁদপাড়ায় ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি বাঁধে। যার জেরে শনিবার দুপুর তিনটে থেকে বনগাঁ শাখায় বন্ধ ট্রেন (Train Service) চলাচল। যার জেরে ব্যাপক সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।  ওভারহেড তার মেরামতির কাজ চলছে। কাজ শেষ না হওয়া পর্যন্ত এই শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে খবর।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন দুপুর পৌনে তিনটে নাগাদ হঠাৎই ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। যার জেরে বনগাঁ শাখার চাঁদপাড়া স্টেশনের কাছে ওভারহেড তারের উপর গাছ ভেঙে পড়ে। তার পর থেকে বনগাঁ শাখায় আপ-ডাউন ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আপাতত ওভারহেড তারের মেরামতির কাজ চলছে। এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত এই শাখায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 

Advertisement

এদিকে এই দুর্ঘটনা ঘটার সময় আপ রানাঘাট-লালগোলা লোকাল ওই স্টেশনে ছিল। গাছ পড়ে চালকের সামনের উইন্ড স্ক্রিন ভেঙে যায়। ফলে ধুবুলিয়া স্টেশনে ট্রেনটি ৪৫ মিনিটের জন্য দাঁড়িয়ে পড়ে। বিপর্যস্ত হয় এই শাখার ট্রেন পরিষেবা। এই দুর্ঘটনার জেরে নাজেহাল হবেন অফিস ফেরত যাত্রীরা। 

[আরও পড়ুন : নিজের লোকসভা কেন্দ্র ঘাটালেও তৃণমূলের ভোট প্রচারে অনুপস্থিত দেব, বাড়ছে জল্পনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement