Advertisement
Advertisement
ট্রেন

রেল লাইনে লরি উলটে বিপত্তি, ব্যাহত শিয়ালদহ-ডায়মন্ড হারবার শাখার ট্রেন চলাচল

প্রায় আড়াই ঘণ্টা ধরে ব্যাহত ট্রেন চলাচল।

Train service disrupted in between Sealdah and Diamond Harbour

প্রতীকী ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:September 30, 2019 8:59 am
  • Updated:September 30, 2019 9:24 am  

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: সপ্তাহের শুরুতেই ফের বিপত্তি। বন্ধ শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল। জানা গিয়েছে, লাইনে লরি উলটে যাওয়ার ফলে সোমবার সকাল থেকে বন্ধ শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড-হারবার লাইনের আপ ও ডাউন লাইনের ট্রেন চলাচল। ভোগান্তির শিকার যাত্রীরা। রেল সূত্রে খবর, দ্রুতই লরিটি সরানোর চেষ্টা করা হচ্ছে।

[আরও পড়ুন: পুলওয়ামা শহিদদের প্রথম স্মৃতিস্মারক, দুর্গাপুরে উদ্বোধন তৃণমূল বিধায়কের]

জানা গিয়েছে, সোমবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ শিয়ালদহ-ডায়মন্ড হারবার শাখার সংগ্রামপুর স্টেশন সংলগ্ন রেল গেটে পার হচ্ছিল একটি বালি বোঝাই লরি। সেই সময় আচমকা লাইনের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় লরিটি। তড়িঘড়ি রেলের তরফে শুরু করা হয় উদ্ধারকাজ। কিন্তু দীর্ঘ প্রায় আড়াই ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও লাইন থেকে উদ্ধার করা সম্ভব হয়নি লরিটি। ঘটনার জেরে সকাল ৬ টা থেকে বন্ধ শিয়ালদহ-ডায়মন্ড হারবার শাখার ট্রেন চলাচল। যদিও শিয়ালদহ থেকে দক্ষিণের অন্যান্য শাখার ট্রেন চলাচল এখনও স্বাভাবিক। ফলে অনেক যাত্রীরাই মথুরাপুর হয়ে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছে। 

Advertisement

রেলের তরফে জানানো হয়েছে, লরিটি উলটে যাওয়ার খবর পৌঁছতেই উদ্ধার কাজ শুরু করা হয়েছে। ক্রেন দিয়ে লরিটি সরানোর চেষ্টা করা হচ্ছে। অবিলম্বে ট্রেন চলাচল শুরু করা হবে বলে আশ্বাস মিলেছে রেলের তরফে। সপ্তাহের শুরুর দিনে এই পরিস্থিতিতে চরম ভোগান্তির শিকার যাত্রীরা। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তাঁরা। 

[আরও পড়ুন: নিষিদ্ধ জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেপ্তার আরসালানের মালিক]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement