Advertisement
Advertisement

লাইন মেরামতির পর ছন্দে ফিরল ডুয়ার্স রুটের ট্রেন চলাচল

ট্রেন চলাচল স্বাভাবিক করতে রাতভর কাজ রেলকর্মীদের।

Train service become normal in Dooars route
Published by: Bishakha Pal
  • Posted:December 14, 2018 1:13 pm
  • Updated:December 14, 2018 1:31 pm  

অরূপ বসাক, মালবাজার: চব্বিশ ঘণ্টার মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে গেল ডুয়ার্স রুটে। বৃহস্পতিবার সকাল ন’টা নাগাদ ওদলাবাড়ি ও বাগরাকোট স্টেশনের মাঝামাঝি জায়গায় ট্রেনের একটি কামরা বেলাইন হয়। ঘটনার পরপরই পরিস্থিতি স্বাভাবিক করার কাজে নেমে পড়েছিল রেল কর্তৃপক্ষ। তাদের তৎপরতায় শুক্রবার সকাল থেকে ট্রেন চলাচল শুরু হল ডুয়ার্স রুটে।

বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার যাচ্ছিল একটি ডেমু (ডিজেল মাল্টিপল ইউনিট) ট্রেন যার নম্বর ১৩৫২৪। ওদলাবাড়ি ও বাগরাকোট স্টেশনের মাঝামাঝি জায়গায় ঘিস রেল সেতুতে ওঠার একটু আগেই ট্রেনটির চার নম্বর কামরার দু’টি চাকাই বেলাইন হয়ে যায়। বুধবার রাতে প্রায় ৮০ ফুট দীর্ঘ গার্ডার বসানো হয়। তারপর বৃহস্পতিবার সকালে সাড়ে আটটা নাগাদ প্রথম ডেমু ট্রেনটিকে ওই জায়গা দিয়ে পার করানো হচ্ছিল। ওই জায়গা দিয়ে যাওয়ার সময় ডেমু ট্রেনের চার নম্বর কামরাটি বেলাইন হয়ে যায়। ফলে সম্পূর্ণ বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।

Advertisement

সম্প্রীতির নজির, মুসলিম যুবকের দেওয়া রক্তে প্রাণে বাঁচলেন হিন্দু ]

বৃহস্পতিবারই দুপুর নাগাদ এলাকা পরিদর্শন করতে আসেন আলিপুরদুয়ারের রেলের ডিআরএম। পরিদর্শন করে তিনি জানিয়েছিলেন, রাতেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে। গতকাল বিকেল নাগাদ লাইনচ্যুত ট্রেনের একটি নিউ মাল স্টেশনে এবং বাকি অংশ বাগরাকোট স্টেশনে নিয়ে যাওয়া হয়। এরপর ক্ষতিগ্রস্ত রেল লাইনে কাজ শুরু করে রেলের কর্মীরা। বৃহস্পতিবার দিনরাত কাজ করেন তাঁরা। যার ফলে শুক্রবার সকাল থেকে ট্রেন চলাচল শুরু হয়। সকাল থেকে এই রুটে চলেছে প্যাসেঞার, ইন্টারসিটি, কাঞ্চনকন্যা-সহ একাধিক ট্রেন। তবে ওই ক্ষতিগ্রস্ত জায়গায় খুব ধীর গতিতে ট্রেন চালানো হচ্ছে। প্রতিটি ট্রেন ক্ষতিগ্রস্ত এলাকার ঢোকার আগে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। তারপর ধীর গতিতে ওই ড্যামেজ এলাকা পার করানো হচ্ছে। ট্রেন ওই জায়গার ওপর দিয়ে যাওয়ার পর, লাইন পরীক্ষা দেখে নিচ্ছেন রেলকর্মীরা। যাতে আবার লাইনচুত না হয় কোন ট্রেন।

এটিএমের তথ্য হাতিয়ে প্রতারণা, গ্রেপ্তার মহারাষ্ট্রের দুই দুষ্কৃতী ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement