সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: অন্ডালে মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ঘটনায় রবিবার সকালেও ব্যাহত হল ট্রেন চলাচল। হাওড়াগামী একাধিক দূরপাল্লার ট্রেন দেরিতে চলছে। বাতিল করা হয়েছে বহু লোকাল ট্রেন। চরম দুর্ভোগ যাত্রীদের। মিথিলা এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, কোলফিল্ড এক্সপ্রেস-সহ একাধিক ট্রেনকে বিভিন্ন স্টেশনে দাঁড় করানো হচ্ছে। আসানসোল-বর্ধমান রুটে আজ তিনজোড়া লোকাল ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে।
ভিন জেলা থেকে হুলাপার্টি এনেও খেদানো যাচ্ছে না হাতি
রেল সম্পূর্ণ সুরক্ষিত। শুক্রবারই এই আশ্বাস দিয়েছিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার ঘনশ্যাম সিং। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই শনিবার দুর্গাপুরের ওয়ারিয়া ও অন্ডাল স্টেশনের মাঝে ডাউন লাইনে একটি মালগাড়ির চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এর জেরে দুটি ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। গতকাল থেকেই আপ-ডাউন, দুদিকের ট্রেনই চালানো হচ্ছে আপ লাইন দিয়ে। ফলে ধীর গতিতে চালানো হচ্ছে অধিকাংশ ট্রেন। বাতিলও করা হয়েছে বহু ট্রেন। রেলসূত্রে খবর, ধানবাদ-হাওড়া কোলফিল্ড এক্সপ্রেসকে সমস্ত স্টেশনে দাঁড় করানোর নির্দেশ দেওয়া হয়েছে। আজ লোকাল ট্রেনের টিকিটেই কোলফিল্ড এক্সপ্রেসে যেতে পারবেন যাত্রীরা।
রেলের তরফে জানানো হয়েছে, ১০ ঘণ্টা দেরিতে চলছে ডাউন দিল্লি-হাওড়া দুরন্ত এক্সপ্রেস। ৬ ঘণ্টা দেরিতে চলছে ডাউন মিথিলা এক্সপ্রেস, ডাউন সরাইঘাট এক্সপ্রেস। ডাউন কালকা মেল চলছে ৭ ঘণ্টা দেরিতে। সাড়ে ৩ ঘণ্টা দেরিতে চলছে ডাউন রাজধানী এক্সপ্রেস, দুন এক্সপ্রেস। ৩ ঘণ্টা দেরিতে চলছে ডাউন দানাপুর এক্সপ্রেস।
পাকিস্তানি শিশুকে মায়ের কাছে ফিরিয়ে দিল ভারত
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.