Advertisement
Advertisement

Breaking News

স্লিপার রং করার সময় রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু কিশোরের

নিউ আলিপুরদুয়ার স্টেশনের এই ঘটনার জেরে আপাতত বন্ধ রেল চলাচল৷

Train crushes minor at Alipurduar
Published by: Sayani Sen
  • Posted:December 21, 2018 3:50 pm
  • Updated:December 21, 2018 3:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেলের স্লিপার রং করার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক কিশোরের৷ শুক্রবার দুপুরের এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়াল নিউ আলিপুরদুয়ার স্টেশনে৷ স্থানীয়দের অবরোধ-বিক্ষোভের জেরে উত্তপ্ত গোটা স্টেশন চত্বর৷ আপাতত বন্ধ ট্রেন চলাচল৷

[জঙ্গল থেকে উদ্ধার স্কুলছাত্রীর মৃতদেহ, পুলিশের উপর চড়াও স্থানীয়রা]

বেশ কয়েকদিন যাবৎ নিউ আলিপুরদুয়ার স্টেশনে চলছে স্লিপার রং করার কাজ৷ একটি ঠিকাদার সংস্থার তত্ত্বাবধানেই কাজ চলছে প্রতিনিয়ত৷ স্থানীয়দের দাবি, কম টাকা দিয়ে কাজ করানো সম্ভব বলেই এলাকার কিশোরদের দিয়ে স্লিপার রং করানোর হচ্ছিল৷ শুক্রবার দুপুরেও তার অন্যথা হয়নি৷ এদিনও চলছিল একই কাজ৷ আচমকাই স্লিপার রং করার সময় ওই লাইনেই ঢুকে পড়ে গুয়াহাটিগামী রাজধানী এক্সপ্রেস৷ সেই সময় স্লিপারে রং করার কাজে ব্যস্ত ছিল এক কিশোর৷ ট্রেনের হর্নের শব্দ শুনতে পায়নি সে৷ রাজধানী এক্সপ্রেস ধাক্কা দেয় তাকে৷ ট্রেনের ধাক্কায় ছিটকে রেললাইনের পাশে পড়ে যায় ওই কিশোর৷ কিছুটা রাস্তা যাওয়ার পরই থেমে যায় ওই দুরপাল্লার ট্রেনটি৷ এই দুর্ঘটনার জেরে স্টেশন চত্বরে হইচই শুরু হয়ে যায়৷ রক্তাক্ত অবস্থায় ওই কিশোরকে উদ্ধার করা হয়৷ তড়িঘড়ি রেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে৷ কিন্তু দুর্ঘটনাগ্রস্ত ওই কিশোরকে প্রাণে বাঁচানো সম্ভব হয়নি৷ মারা গিয়েছে সে৷

Advertisement

এই দুর্ঘটনার পরই উত্তেজিত হয়ে পড়েন স্থানীয়রা৷ কেন একজন কিশোরকে দিয়ে ঠিকাদারি সংস্থা এই কাজ করাচ্ছিল, সেই প্রশ্ন তোলেন তাঁরা৷ নিউ আলিপুরদুয়ার স্টেশনে অবরোধ করেন স্থানীয়রা৷ ওই অবরোধ-বিক্ষোভে শামিল তৃণমূল কর্মীরাও৷ অবরোধের জেরে ইতিমধ্যেই বেশ কয়েকটি ট্রেন নিউ আলিপুরদুয়ার স্টেশনে দাঁড়িয়ে পড়েছে৷ চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা৷

[রুমাল ও হোটেলের বিলের সূত্র ধরে রহস্যের কিনারা, খড়দহে প্রৌঢ় খুনে গ্রেপ্তার প্রাক্তন স্ত্রী]

ওই ঠিকাদার সংস্থাটি কিশোরকে দিয়ে কাজ করানোর অভিযোগের প্রসঙ্গে ক্ষোভ উগরে দিয়েছেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী৷ তিনি বলেন, ‘‘নাবালককে দিয়ে এই কাজ করানো কখনওই উচিত হয়নি ওই ঠিকাদারি সংস্থা৷ আমরা অন্যায় দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছি, তাই বড় কোনও বিপদ ঘটার আগে আমাদের হুঁশ ফেরে না৷’’ আপাতত কিশোরের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ ওই ঠিকাদার সংস্থার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement