আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: রেলগেট খোলা থাকা অবস্থায় শ্যামনগর স্টেশনে ফের ট্রেন ঢুকে পড়ায় বিপত্তি৷ সেই সময় কানে হেডফোন দিয়ে লাইন পারাপার করছিলেন এক তরুণী৷ তাঁকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন আরেক ব্যক্তি৷ রক্তাক্ত অবস্থায় আহত ওই ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে৷ এই ঘটনার প্রতিবাদে রেলগেট ভাঙচুর করে বিক্ষোভ দেখান স্থানীয়রা৷ শিয়ালদহ মেন শাখায় আপাতত বন্ধ রেল চলাচল৷ অফিস টাইমে ভোগান্তির শিকার যাত্রীরা৷
প্রত্যক্ষদর্শীদের দাবি, বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ শ্যামনগরের ২৩ নম্বর রেলগেট খোলাই ছিল৷ সেই সুযোগে রেল লাইন পারাপার করতে যান এক তরুণী৷ কানে হেডফোন লাগানো ছিল তাঁর৷ আচমকাই দ্রুত গতিতে হর্ন দিতে দিতে দু’দিক থেকে দুটি ট্রেন লাইনে চলে আসে৷ তরুণী হতচকিত হয়ে যান৷ তাঁকে বাঁচাতে সেই সময় ঘটনাস্থলে পৌঁছন এক ব্যক্তি৷ ধাক্কা দিয়ে লাইন থেকে তরুণীকে সরিয়ে দেন তিনি৷ তরুণীর চোট না লাগলেও, গুরুতর জখম হন ওই ব্যক্তি৷ তাঁকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে৷ এই ঘটনার জেরে উত্তেজিত হয়ে পড়েন স্থানীয়রা৷ ২৩ নম্বর রেলগেটে ভাঙচুর চালান তাঁরা৷ শুরু হয় রেল অবরোধও৷ শ্যামনগরে রেল অবরোধের জেরে শিয়ালদহ মেন শাখায় আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে৷ অফিস থেকে বাড়ি ফেরার পথে ভোগান্তির শিকার যাত্রীরা৷
ঠিক দু’দিন আগেও একই ঘটনা ঘটে শ্যামনগর স্টেশনে৷ গত মঙ্গলবার ২৩ নম্বর রেলগেট খোলা থাকা অবস্থায় ১ এবং ৩ নম্বর আপ লাইনে একটি লোকাল ট্রেন ঢুকে পড়ে। একটি ট্রেন আবার রেলগেট দিয়ে পারাপার করা একটি অটোতে ধাক্কাও মারে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। রেল অবরোধও করেন তাঁরা। অবরোধের জেরে ওইদিন শিয়ালদহগামী ডাউন ২ নম্বরে শান্তিপুর লোকাল এবং ৪ নম্বরে ডাউন বজবজ লোকাল কিছুক্ষণের জন্য আটকে পড়ে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.