Advertisement
Advertisement

Breaking News

Train Blockade

সাতসকালে সুভাষগ্রামে রেল অবরোধ, পরিষেবা ব্যাহত শিয়ালদহ দক্ষিণ শাখায়

ঘটনাস্থলে গিয়েছে রেল পুলিশের বিশাল বাহিনী।

Train Blockade in Subhasgram by the women

প্রতীকী ছবি।

Published by: Subhankar Patra
  • Posted:August 18, 2024 9:58 am
  • Updated:August 19, 2024 5:33 pm  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: রবিবার সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখার সুভাষগ্রাম স্টেশনে রেল অবরোধ (Train Blockade) মহিলাদের। যার জেরে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। অবরোধকারীদের দাবি, মাঝেমধ্যেই ট্রেন বাতিল করা হয়। দীর্ঘক্ষণ ট্রেন থাকে না। ট্রেনের ঘোষণা করা হয় না। সেই সমস্যার প্রতিকারের দাবিতেই অবরোধ। ঘটনাস্থলে গিয়েছে রেল পুলিশের বিশাল বাহিনী। অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা চলছে।

[আরও পড়ুন: গভীর রাতে মালদহে জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৬]

রেল সূত্রে জানা গিয়েছে, গড়িয়া স্টেশনের কাছে রেল ট্রাকের কাজ চলছে। তার জেরে বাতিল করা হয়েছে বারুইপুর লোকাল। তাতেই ঘিয়ে আগুন পড়েছে। রেল অবরোধ করেন নিত্যযাত্রীরা। তাঁদের অধিকাংশই মহিলা। অবরোধের জেরে ডায়মন্ড হারবার, নামখানা, কাকদ্বীপের ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। তবে শিয়ালদহ থেকে সোনারপুর ও ক্যানিং লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। 

Advertisement

এদিকে নিজেদের দাবি-দাওয়া নিয়ে অনড় যাত্রীরা। অভিযোগ, এই শাখায় ট্রেনের সংখ্যা কম থাকায় স্টেশনে অনেক ভিড় হয়। যাত্রীরা উঠতে পারেন না। ট্রেন দেরিতে চললে সেই ভিড় আরও বাড়ে। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। তাঁদের দাবি এই শাখায় ট্রেনের সংখ্যা বাড়াতে হবে। রেল অবরোধের জেরে বিপাকে পড়েছেন অনেকে। রেলের তরফে অবরোধকারীদের সঙ্গে কথা বলা হচ্ছে।    

[আরও পড়ুন: বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বিধবাকে গণধর্ষণ দক্ষিণ দিনাজপুরে! গ্রেপ্তার ৫ অভিযুক্ত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement