Advertisement
Advertisement

Breaking News

সুভাষগ্রাম ও সোনারপুরের মাঝে অবরোধ, শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল

চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা।

Train blockade halts services on Sealdah south route
Published by: Tanumoy Ghosal
  • Posted:August 21, 2018 3:39 pm
  • Updated:August 21, 2018 9:38 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিরাপদে রেললাইন পেরোনোর জন্য রাস্তা বা রেলগেট তৈরি করে দিতে হবে। এই দাবিতে সুভাষগ্রাম ও সোনারপুর স্টেশনের মাঝে অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। শিয়ালদহ দক্ষিণ শাখায় ক্যানিং ও বজবজ বাদে সমস্ত রুটে বন্ধ ট্রেন চলাচল। চরম দুর্ভোগে যাত্রীরা। শেষ খবর অনুযায়ী, প্রায় ঘণ্টা পেরিয়ে গেলেও, এখনও অবরোধ চলছে।

[ রাতে সাঁতরাগাছি স্টেশনে দুষ্কৃতীদের তাণ্ডব, আক্রান্ত রূপসী বাংলা এক্সপ্রেসের গার্ড]

Advertisement

এ শহরের ব্যস্ততম রেল স্টেশন শিয়ালদহ। শিয়ালদহ থেকে একাধিক রুটে চলে লোকাল ট্রেন। সকাল-বিকেল অফিস টাইমে ট্রেনে রীতিমতো বাদুড়ঝোলা হয়ে যাতায়াত করতে হয় নিত্যযাত্রীদের। দিনের অন্য সময়েও লোকাল ট্রেনগুলি ফাঁকা থাকে না। বহু স্টেশনের দু’পাশে আবার বাজার-দোকান ও বসতি এলাকা। ফলে নিত্যদিন রেললাইন পেরিয়ে যাতায়াত করতে হয় স্থানীয় বাসিন্দাদের। মঙ্গলবার দুপুরে রেলগেটের দাবিতে সোনারপুর ও সুভাষগ্রাম স্টেশনে মাঝে রেল অবরোধ করলেন স্থানীয়েরা। তাঁদের দাবি, ওই দুই স্টেশনের মাঝে রেললাইনে দু’পাশেই বসতি এলাকা। ফলে রেললাইন পেরিয়ে যাতায়াত করা ছাড়া উপায় নেই। কিন্তু, রেলগেট বা রেললাইন পেরোনোর রাস্তা না থাকায় মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটছে। অবরোধের কারণে শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল। ক্যানিং ও বজবজ ছাড়া আর কোনও রুটে চলছে না লোকাল ট্রেন। চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা। শেষ খবর অনুযায়ী, প্রায় ঘণ্টা ধরে অবরোধ চলছে।

Advertisement

[ ভাইরাল জ্বরের সঙ্গে ফুসফুসে সংক্রমণ, বর্ষায় আক্রান্ত শিশুরাই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ