শাহাজাদ হোসেন, ফরাক্কা: কানে হেডফোন দিয়ে মাছ ধরতে যাওয়াই কাল। আজিমগঞ্জ এক্সপ্রেসের ধাক্কায় মৃত্য যুবকের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা মুর্শিদাবাদের সুতিতে।
জানা গিয়েছে, ওই যুবকের নাম মিঠুন মহালদার। মুর্শিদাবাদের সুতির খিদিরপুর এলাকার বাসিন্দা তিনি। বয়স ২৮ বছর। সূত্রের খবর, সোমবার সকালে পৌনে এগারোটা নাগাদ রেললাইন পেরিয়ে মাছ ধরতে যাচ্ছিলেন ওই যুবক। কানে ছিল হেডফোন। ফলে দ্রুতগতিতে আসা আজিমগঞ্জ এক্সপ্রেসের হর্ন শুনতে পাননি তিনি। যার ফলে ঘটে দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মিঠুনের।
বিষয়টি টের পেয়েই ঘটনাস্থলে জমায়েত করেন স্থানীয়রা। খবর দেওয়া হয় থানায়। তড়িঘড়ি দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, হেডফোনের কারণেই এই ঘটনা। যুবকের মৃত্যুর খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার। প্রসঙ্গত, কখনও কানে হেডফোন দিয়ে, কখনও আবার রেললাইনে বসে গেম খেলতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন অনেকেই। মৃত্যুর ঘটনাও ঘটেছে। তা সত্ত্বেও সতর্ক হচ্ছে না কেউ। যার পরিণতি একের পর মৃত্যু।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.