Advertisement
Advertisement

Breaking News

Durgapur

উড়ালপুলের ডিভাইডারে ধাক্কা মেরে ঝুলে রইল ট্রেলার, দুর্গাপুরে জাতীয় সড়কে তীব্র যানজট

উড়ালপুলটির পরিকাঠামোয় গলদ থাকায় দুর্ঘটনা ঘটছে বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা।

Trailer accident caused huge jam at Durgapur national highway

নিজস্ব চিত্র।

Published by: Subhankar Patra
  • Posted:November 24, 2024 10:49 am
  • Updated:November 24, 2024 10:49 am  

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: রবিবার সাতসকালে ১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। উলটে গেল তার বোঝাই ট্রেলার। নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের ডিভাইডারে ধাক্কা মেরে ঝুলতে থাকে গাড়িটি। ভয়ংকর ঘটনাটি ঘটেছে ১ নম্বর জাতীয় সড়কের ডিভিসি মোড়ে। ঘটনায় আহত গাড়ির চালক ও খালাসি। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তারের বান্ডিল বোঝাই ট্রেলারটি ডিভিসি মোড়ের উড়ালপুলে উঠছিল। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের ডিভাইডারে ধাক্কা মারে সেটি। অভিঘাতে ইঞ্জিনটি ডিভাইডারের উপরে উঠে যায়। সেখান থেকেই বিপজ্জনকভাবে ঝুলে থাকে। ট্রেলারটি ভর্তি থাকায় নিচে পড়েনি বলে অনুমান। পড়ে গেলে বড়সড় দুর্ঘটনা ঘটতেই পারত বলে আশঙ্কা স্থানীয়দের।

Advertisement
Trailer accident caused huge jam at Durgapur national highway
ঝুলে রয়েছে ট্রেলারটি। নিজস্ব চিত্র।

ট্রেলারটি আটকে পড়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে। ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ। ইঞ্জিনটিকে সরিয়ে রাস্তা ফাঁকা করার কাজ শুরু হয়েছে। স্থানীয়রা জানাচ্ছেন, “ট্রেলারটি বাঁকুড়ার দিক থেকে আসছিল। ডিভিসি মোড়ের উড়ালপুলে ওঠার সময় এই দুর্ঘটনাটি ঘটে। ট্রেলারটি ভর্তি না থাকলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত।” দুর্ঘটনার জন্য জাতীয় সড়কের পরিকাঠামোকে দায়ী করে তাঁরা বলেন, “এই উড়ালপুলটির পরিকাঠামোর ঠিক নেই। সেই জন্যই এই ধরনের দুর্ঘটনার কবলে পড়ছে গাড়িগুলো।” 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement