Advertisement
Advertisement

গণেশ পুজোর নামে দুর্গাপুরে তোলাবাজি, ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি

অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি৷

Trader shot in Durgapur, accused arrested

ছবি: প্রতীকী।

Published by: Kumaresh Halder
  • Posted:August 17, 2018 8:24 pm
  • Updated:August 17, 2018 8:24 pm  

 সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : গণেশ পুজোর নামে তোলাবাজি৷ তোলার টাকা না পেয়ে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ও মারধরের অভিযোগ৷ এলাকায় গুলি চালানোর ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে দুর্গাপুর ইস্পাত নগরীর গুরুনানক রোড এলাকায়৷

সদ্য গজিয়ে ওঠা ‘ডি-সেকটর কালচারাল ক্লাবে’র সদস্যরা গণেশ পুজোর চাঁদা সংগ্রহ করছিল বেশ কয়েকদিন ধরেই৷ রাস্তায় লরি আটকেও জোর করে চাঁদা আদায় করছিল বলেও অভিযোগ৷ রাতে জোর করে তোলাবাজিও করা হত বলে অভিযোগ স্থানীয় দোকানদারদের৷ অভিযোগ, বৃহস্পতিবার রাত দশটা নাগাদ এই ক্লাবের তিন যুবক মদ্যপ অবস্থায় হানা দেয় ডি-সেকটর মার্কেটের ব্যবসায়ী অনিল চৌধুরি ও তাঁর ভাইপো মনু চৌধুরির দোকানে৷ তোলার টাকা দিতে অস্বীকার করায় তাঁদের ব্যাপক মারধর করে ক্লাবের দুই সদস্য৷ তোলাবাজির টাকা না দিলে দোকান বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ৷

Advertisement

[প্রকল্পে বরাদ্দ অর্থের মালিকানা ঘিরে বিতর্ক, বাবুলের তোপের মুখে মলয় ঘটক]

এমনকী, দোকান বন্ধ করে তালা ঝুলিয়ে দেয় বলেও অভিযোগ৷ এরপরই হাতে পিস্তল নিয়ে চড়াও হয় একদা সিপিএম কর্মী বলে পরিচিত সত্যজিৎ বসু৷ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয় বলে অভিযোগ৷ আচমকা গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ ডি-সেকটর মার্কটে আসা সাধারণ ক্রেতারাও ভয়ে পালাতে থাকেন৷ এলাকার ব্যবসায়ীরা আতঙ্কে দোকান বন্ধ করে দেন৷ খবর পেয়ে ঘটনাস্থলে যান দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী৷ ঘটনাস্থল থেকে দুটি গুলির খোলও উদ্ধার করে পুলিশ৷ এদিকে তাণ্ডব চালিয়ে চম্পট দেয় যায় অভিযুক্তরা৷

[বছর ঘুরলেও হয়নি সংস্কার, হেরিটেজ তকমা হারাতে পারে দার্জিলিংয়ের দু’টি স্টেশন]

এদিনের এই ঘটনা সম্পর্কে দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ সদস্য পবিত্র চট্টোপাধ্যায় বলেন, “গণেশ পুজোর চাঁদা নিয়ে বিবাদ বলে শুনেছি৷ বিবাদের জেরে গুলিও চলেছে বলে স্থানীয়দের কাছে থেকে শুনেছি৷ পুলিশকে বলা হয়েছে, আইনশৃঙ্খলার অবনতি হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে৷ মূল অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিও জানানো হয়েছে৷”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement