Advertisement
Advertisement
Toy Train

লাইনচ্যুত পর্যটকবোঝাই টয়ট্রেন, আপাতত বন্ধ পরিষেবা

দার্জিলিং থেকে ঘুম যাওয়ার পথে দুর্ঘটনা।

Toy train derails on the way of Darjeeling to Ghum station । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:January 1, 2024 4:41 pm
  • Updated:January 1, 2024 5:24 pm  

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: বছরের প্রথম দিনেই বিপত্তি। লাইনচ্যুত পর্যটকবোঝাই টয়ট্রেন। দার্জিলিং থেকে ঘুম যাওয়ার পথে দুর্ঘটনা। হতাহতের কোনও খবর নেই। তবে আপাতত বন্ধ পরিষেবা।  

এই মুহূর্তে দার্জিলিংয়ে মোট ১২টি জয়রাইড চলে। সোমবার তেমনই একটি জয়রাইডে বিপত্তি। টয়ট্রেনটি ঘুম থেকে দার্জিলিংয়ের দিকে যাচ্ছিল। সেই সময় আচমকা দুটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনাগ্রস্ত ওই টয়ট্রেনটি পর্যটকে ভরা ছিল। পরিষেবা ব্যাহত হলেও হতাহতের খবর নেই।

Advertisement

[আরও পড়ুন: বহুজাতিক সংস্থাকে টেক্কা স্বনির্ভর গোষ্ঠীর, সরস মেলায় বিপুল লক্ষ্মীলাভ নমিতাদের]

উত্তর পূর্ব ভারতের রেলের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, “ঘুম এবং দার্জিলিং স্টেশনের মাঝে একটি জয়রাইডের স্টিম ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। পর্যটকরা ছিলেন ট্রেনে। তবে হতাহতের কোনও খবর নেই। পর্যটকদের সড়কপথে দার্জিলিং পাঠানো হয়েছে। টয়ট্রেনটি উদ্ধারের কাজ চলছে।”
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: বছরের প্রথম দিনেই ৭.৫ রিখটার স্কেলে ভূমিকম্প জাপানে, আছড়ে পড়ল সুনামি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement