দেবব্রত মণ্ডল, বারুইপুর: একনজর তার দেখা পাওয়ার জন্য বারবার সুন্দরবন যান পর্যটকরা। অধিকাংশ সময়ই দক্ষিণরায়ের দেখা না পেয়েই ফিরতে হয় সকলকে। তবে ভাগ্য সহায় হলে কখনও একসঙ্গে একসঙ্গে দেখা মেলে একাধিক রয়্যাল বেঙ্গল টাইগারের। তেমনটাই হল এবার। পর্যটকদের সামনে ধরা দিল ৩ টি রয়্যাল বেঙ্গল টাইগার।
সুন্দরবনে পর্যটকদের মূল আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger)। তার টানেই বারবার সুন্দরবন ছুটে যান পর্যটকরা। মাঝে মধ্যে দক্ষিণরায়ের দেখাও পেয়ে যান পর্যটকরা। তবে একসঙ্গে তিনটি বাঘের দেখা পাওয়া যথেষ্ট বিরল। জানা গিয়েছে, ইলিশ উৎসব উপলক্ষে কিছুদিন ধরেই সুন্দরবনে পর্যটকদের ঢল।
শুক্রবারও জঙ্গলে ভিড় ছিল ভালই। সকাল থেকেই বাঘ দেখার জন্য পর্যটকদের কয়েকটি বোট ঘোরাফেরা করছিল। বেলা বাড়তেই সেখানে আরও বেশি পর্যটকদের বোট চলে আসে। সজনেখালির জঙ্গলের কাছে তিনটি বাঘ দেখতে পান পর্যটকরা। পূর্ণবয়স্ক একটি রয়্যাল বেঙ্গল টাইগার ছিল পাড়ে, বাকি দুটি ছিল জলে। তাদের দেখা পাওয়া মাত্রই ক্যামেরা বন্দি করেন পর্যটকরা।
একসঙ্গে তিনটি রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মেলায় খুশি পর্যটকরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তিনটির মধ্যে একটি বাঘিনী। বাকি দুটি শাবক। বয়স দেড় বছরের কাছাকাছি। এ বিষয়ে টাইগার প্রজেক্টের ডেপুটি ফিল্ড ডিরেক্টর বলেন, “বাঘের দেখা পাওয়া গিয়েছে। দুটি শাবক, একটি বাঘিনী।”
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.