Advertisement
Advertisement

সুন্দরবনে নদীতে তলিয়ে যাওয়া পর্যটকের দেহ উদ্ধার, বাড়ি ফেরা হল না সৈকতের

সোমবার বিকেলে নদীতে তলিয়ে যান সৈকত রায় নামে ওই পর্যটক।

Tourist dies of drowning in Sunderbans, body recovered
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 27, 2019 4:28 pm
  • Updated:November 27, 2019 4:28 pm

দেবব্রত মণ্ডল, বারুইপুর: সাতজেলিয়ায় নদীর পাশ থেকে উদ্ধার হল নিখোঁজ পর্যটকের দেহ। সোমবার বিকেলে বোটে চেপে সুন্দরবন দর্শনে বেড়িয়ে নদীতে তলিয়ে যান ওই ব্যক্তি। একদিনের ব্যবধানে বুধবার সকালে উদ্ধার হল ওই পর্যটকের দেহ।

সহকর্মীদের সঙ্গে সুন্দরবনে বেড়াতে গিয়েছিলেন নদিয়ার চাকদহের বাসিন্দা সৈকত রায়। সোমবার বিকেলে বোটে চেপে সুন্দরবন দর্শনে বেড়িয়েছিলেন তিনি। পর্যটক-সহ মোট ২৩ জন যাত্রী নিয়ে বোটটি কুলতলির কৈখালি থেকে সজনেখালির দিকে যাচ্ছিল। সাতজেলিয়া এলাকায় পৌঁছতেই আচমকা ঘটে দুর্ঘটনা। বোট থেকে আচমকাই পা পিছলে নদীতে পড়ে যান সৈকত।নজরে পড়তেই আর্তনাদ শুরু করেন সৈকতের বন্ধুরা। কিন্তু মুহূর্তে তলিয়ে যায় সৈকত। বিষয়টি জানার পর বোটটি নিয়েই খোঁজ চালানো হয় নদীতে। বেশ কিছুক্ষণ পেরিয়ে যাওয়ার পরও সৈকতের হদিশ না মেলায় খবর দেওয়া হয় থানায়। শুরু হয় উদ্ধারকাজ। সুন্দরবন উপকূল থানার ওসি প্রদীপ পালের নেতৃত্বে স্পিডবোড ও ভুটভুটি নিয়ে তল্লাশি অভিযান শুরু করা হয়। তিনটি দলে বিভক্ত হয়ে তল্লাশি অভিযান করে তদন্তকারীরা। পরে বুধবার সকালে সাতজেলিয়ায় নদীর পাশ থেকে সৈকতের দেহ উদ্ধার হয়।

Advertisement

[আরও পড়ুন: সম্পর্কে আপত্তি, কিশোরকে বিষ খাইয়ে খুনের অভিযোগ প্রেমিকার পরিবারের বিরুদ্ধে]

জানা গিয়েছে, দুর্ঘটনার পরই বোট ও তার মালিক মহাদেব নস্করকে আটক করা হয়েছে। ওই ব্যক্তির সঙ্গে থাকা ২২ জন পর্যটককে কুলতলি না ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের তরফে। উল্লেখ্য, দিন কয়েক আগেই এই মরশুমে প্রথমবার সুন্দরবনে দেখা গিয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। ঘুরতে গিয়ে দক্ষিণ রায়কে ক্যামেরাবন্দি করেছেন পর্যটকরা। স্বাভাবিকভাবেই তাই সুন্দরবনে বাঘ দেখার আশায় বুক বেঁধেছেন বাকি পর্যটকরাও। সেই আশাতেই বন্ধুদের সঙ্গে সুন্দরবন সফরে গিয়ে মর্মান্তিক পরিণতি হল যুবকের। তবে ঠিক কী হয়েছিল সেদিন? তা খতিয়ে দেখা হচ্ছে বলেই পুলিশ সূত্রে খবর।

[আরও পড়ুন: সম্পর্কে আপত্তি, কিশোরকে বিষ খাইয়ে খুনের অভিযোগ প্রেমিকার পরিবারের বিরুদ্ধে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement