Advertisement
Advertisement

Breaking News

বেঙ্গল সাফারি পার্ক

বাঘের এনক্লোজারে বিকল গাড়ি, বেঙ্গল সাফারি পার্কে মৃত্যুমুখ থেকে বাঁচলেন পর্যটকরা

কীভাবে বাঁচলেন পর্যটকরা, দেখুন ভিডিও।

Tourist car gets stuck in Tiger enclosure of Siliguri Safari Park
Published by: Sayani Sen
  • Posted:December 4, 2019 6:31 pm
  • Updated:December 4, 2019 6:43 pm  

শুভদীপ রায় নন্দী, শিলিগুড়ি: ‘পায়ে পড়ি বাঘ মামা, করো না গো রাগ মামা।’ ‘গুপী গাইন বাঘা বাইন’ ছবির গানের সেই দু’কলিই যেন শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছিল বুধবার। কারণ, এদিন বেঙ্গল সাফারি পার্কে রয়্যাল বেঙ্গল টাইগারের এনক্লোজারের সামনেই খারাপ হয়ে যায় পর্যটকবোঝাই গাড়ি। দুর্ঘটনা কিছু ঘটেনি ঠিকই। তবে বাঘের অত কাছে সময় কাটাতে গিয়ে বুক কেঁপেছে পর্যটকদের।

শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে সাধারণত প্রতিদিনই বহু মানুষ ভিড় জমান। এক্কেবারে কাছাকাছি থেকে শীলা এবং স্নেহাশিষের মেয়ে কিকা এবং রিকা নামে দুই রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখতে যান তাঁরা। বুধবারও তার অন্যথা হয়নি। এক্কেবারে বাঘের এনক্লোজারের সামনে পৌঁছে গিয়েছিলেন পর্যটকেরা। দিব্যি কিকা এবং রিকা ঘোরাফেরা করছিল ওই জায়গায়। গাড়ির ভিতর থেকে বেশ মজা পাচ্ছিলেন পর্যটকেরা। তবে এই আনন্দের মাঝে সুর কাটল গাড়ি। আচমকাই মাঝপথে খারাপ হয়ে যায় গাড়িটি। তাই সাফারি পার্কের ভিতর বাঘের এনক্লোজারের সামনেই গাড়ির ভিতর আটকে পড়েন পর্যটকেরা। গাড়ির বাইরে তখন কিকা এবং রিকা আপন মনে ঘুরে বেড়াচ্ছে। এই না বাঘ এসে গাড়িতে হামলা চালায়, এই আতঙ্কে তখন কাঁটা পর্যটকেরা। স্ত্রী, সন্তান নিয়ে কি তবে বাঘের হামলাতেই প্রাণ যাবে এই ভাবনাও ভাবতে ভোলেননি পর্যটকেরা। যদিও খবর পেয়েই গাড়ি সারাইয়ের উদ্যোগ নেয় বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ। কিছুক্ষণের মধ্যেই বিকল্প গাড়ির বন্দোবস্ত করা হয়। অন্য একটি গাড়িতে করে পর্যটকদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। বাঘের এনক্লোজার থেকে অন্যত্র বেরতে পেরে যেন হাঁফ নিয়ে বাঁচেন পর্যটকরা। আতঙ্কের প্রহর কাটার পরই মুখে হাসি ফোটে তাঁদের। বেড়াতে গিয়ে যে এমন অন্যরকম রোমাঞ্চকর অভিজ্ঞতার শিকার হতে হবে তা যেন স্বপ্নেও ভাবেননি পর্যটকেরা।

Advertisement

[আরও পড়ুন: উপনির্বাচনে খড়গপুরে ঘাসফুলের জয়জয়কার, কর্মীদের স্মার্টফোন উপহার শুভেন্দুর]

পর্যটকদের টানতে উত্তরবঙ্গে বেঙ্গল সাফারি পার্ক তৈরি করা হয়। তাতেই রাখা হয় শীলা এবং স্নেহাশিসের সন্তান রিকা এবং কিকা নামে দুই বাঘিনীকে। তারাই এই সাফারি পার্কের মূল আকর্ষণ। বহু পর্যটক শুধুমাত্র রিকা এবং কিকার টানেই বেঙ্গল সাফারি পার্কে ছুটে আসেন। সেখানেই এমন বিপত্তিতে স্বাভাবিকভাবেই পর্যটকদের মনে আতঙ্ক দানা বেঁধেছে।

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement