স্টাফ রিপোর্টার: সিকিমে বেড়াতে গিয়ে খাদে গাড়ি৷ মৃত্যু হল একই পরিবারের ছয় বাঙালি পর্যটকের৷ মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে লাচুং থেকে ফেরার পথে৷ মৃতদের মধ্যে তিন শিশু, দুই মহিলা ও একজন পুরুষ রয়েছেন বলে জানা গিয়েছে৷ গাড়িতে থাকা বাকি আরও দু’জনের অবস্থা আশঙ্কাজনক৷ আহতদের মধ্যেও এক শিশু রয়েছে বলেও জানা গিয়েছে৷
[কাবুলে ভারতীয় দূতাবাসের সামনে বিস্ফোরণ, অন্তত ৫০ জনের মৃত্যুর আশঙ্কা]
মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তর সিকিম থানা এলাকায়৷ স্থানীয়দের কাছ থেকে খবর পেয়েই উদ্ধার কাজে নামে সিকিম পুলিশ ও এসডিআরএফ৷ সিকিম পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত ও আহতদের প্রত্যেকের বাড়ি উত্তর ২৪ পরগণায়৷ পুলিশের প্রাথমিক অনুমান, ওই পর্যটকরা গ্যাংটকের দিকে যাচ্ছিলেন৷ সেই সময় চাকা পিছলে খাদে পড়ে যায় গাড়িটি৷ ঘটনাস্থল থেকেই ছ’জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে৷ আহতদের সেন্ট্রাল রেফারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷
[ভাঙল স্টুডিওর ছাদ, অল্পের জন্য রক্ষা পেলেন শাহরুখ]
মৃত ও আহতদের পরিচয় জানতে ইতিমধ্যেই নবান্নর তরফে যোগাযোগ করা হয়েছে সিকিম সরকারের সঙ্গে৷ উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের তরফেও মৃতদের নাম ও পরিচয় জানতে সিকিমের স্থানীয় প্রশাসনের তরফে যোগাযোগ করা হচ্ছে৷ খবর দেওয়া হয়েছে মৃতদের বাড়িতে৷ পরিজনদের ঘটনাস্থলে পাঠানোর ব্যবস্থা করছে রাজ্য সরকার৷ ময়নাতদন্ত শেষে যাতে দ্রুত দেহ ফিরিয়ে আনা যায় তা নিয়ে তৎপরতা শুরু হয়েছে৷ এদিকে বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় চরম দুর্যোগ শুরু হওয়ায় অন্য পর্যটকদের জন্য বিশেষ সতর্কতা নিতে বলা হয়েছে৷ কারণ, পাহাড়ি রাস্তায় বৃষ্টি পড়ে পিচ্ছিল হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন অনেকেই৷
[ডোনেশনের নামে অনৈতিক ব্যবসা চলবে না, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.