সৌরভ মাজি, বর্ধমান: অমানবিক! নার্সারি স্কুলের এক পড়ুয়ার হাত মুচড়ে দিলেন শিক্ষিকা! কাঠগড়ায় বর্ধমান শহরের নামী একটি বেসরকারি স্কুল। বর্ধমান মহিলা থানায় অভিযোগ দায়ের করেছে শিশুটির পরিবার। অভিযুক্ত শিক্ষিকাকে আপাতত স্কুলে না আসার নির্দেশ দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
[ সালিশি সভায় কান ধরে ৫০ বার ওঠবোস, অত্যাচারে নষ্ট গৃহবধূর গর্ভস্থ ভ্রূণ]
বর্ধমান শহরের যে বেসরকারি নার্সারি স্কুলে এমন অমানবিক ঘটনা ঘটেছে, সেই স্কুলের যথেষ্ট নামডাক রয়েছে। শুধু বর্ধমানেই নয়, কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ওই স্কুলটির শাখা রয়েছে। ছেলেমেয়েদের ওই স্কুলটিতে ভরতি করার জন্য মুখিয়ে থাকেন অভিভাবকরা। পড়ানোর খরচও কম নয়। জানা গিয়েছে, বর্ধমান শহরে ওই স্কুলের নার্সারি বিভাগের ছাত্রী বছর চারেকের শিশুটি। পরিবারের লোকেদের অভিযোগ, ক্লাসে সামান্য দুষ্টুমি করলেই তাকে বেধড়ক মারধর করতেন দেবলীনা সাহা নামে এক শিক্ষিকা। এমনকী, মারধরের কথা বাড়িতে বললে স্কুলে আটকে রাখার হুমকি দিতেন তিনি। কিন্তু, শেষপর্যন্ত ঘটনাটি আর চাপা রইল না। বৃহস্পতিবার স্কুল থেকে ফিরে মেয়েকে কান্নাকাটি করতে দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের লোকেরা। কারণ জিজ্ঞেস করায় শিশুটি বলে, স্কুলে মেম তার হাত মচকে দিয়েছেন। পরিবারের লোকেদের দাবি, এতটাই আঘাত লেগেছে যে, একরত্তি শিশুটি ঠিকমতো হাত নাড়াতেও পারছিল না। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর শিশুটিকে ছেড়ে দিয়েছেন চিকিৎসকরা। এদিকে হাসপাতালে থেকে ফিরেই বর্ধমান শহরের মহিলা থানায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের পরিবারের লোকেরা। যদিও চার বছরের শিশুকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষিকা দেবলীনা সাহা। তবে বিতর্ক এড়াতে আপাতত তাঁকে স্কুলে না আসার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
[ প্রেমের প্রস্তাবে না, প্রতিশোধ নিতে ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.