Advertisement
Advertisement
Kolkata

সকাল থেকেই মেঘলা আকাশ, বৃষ্টিতে ভাসবে বাংলা? জানুন কী বলছে হাওয়া অফিস

আজকের কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭. ১ ডিগ্রি।

Today's temperature in Kolkata is 17. 1 | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:February 18, 2021 9:48 am
  • Updated:February 18, 2021 9:48 am  

নব্যেন্দু হাজরা: ফের নিম্নমুখী রাজ্যের তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। হাওয়া অফিস (Regional Meteorological Centre, Kolkata) সূত্রের খবর, আগামী ২ দিনে বৃষ্টিতে ভাসতে পারে বেশ কলকাতা-সহ বেশ কয়েকটি জেলা।

চলতি মরশুমে বেশ খানিকটা দেরিতে শীত প্রবেশ করেছে বঙ্গে। তবে ফেব্রুয়ারিতেও রীতিমতো দাপট দেখিছেয়ে শীত। গত কয়েকদিন ধরে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হয়েছে তাপমাত্রার পারদ। বৃহ্স্পতিবার ফের পারদ পতন হল। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯৭ শতাংশ। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হয়নি। তবে সম্ভাবনা রয়েছে। আগামী ২ দিনে কলকাতা, উত্তর-দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া ভাসতে পারে বৃ্ষ্টিতে। আজ বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম মুর্শিদাবাদ, বীরভূম ও দুই বর্ধমানে।

Advertisement

[আরও পড়ুন: ‘রিগিং করতে হলে আমরাই করব’, ভোটের আগে হুঁশিয়ারি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর]

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী দু’দিন সকালের দিকে হালকা কুয়াশা থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আজ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় কুয়াশার সতর্কতা জারি। সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতেরও। 

[আরও পড়ুন: তৃণমূল-বিজেপি সংঘর্ষ, শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা, উত্তপ্ত কাঁকুড়গাছি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement