নব্যেন্দু হাজরা: মঙ্গলবার দিনভর গরম অনুভূত হলেও বুধবার এক ধাক্কায় ২ ডিগ্রি নামল তাপমাত্রা। এদিনের কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি। চলতি সপ্তাহে তাপমাত্রার পারদ ১৫ থেকে ১৬ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। ঝাড়খন্ড লাগোয়া জেলাগুলিতে সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের।
দিনকয়েক আগে বঙ্গের তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নামলেও গত দু’দিন পারদ ছিল ঊর্ধ্বমুখী। বেলা বাড়তেই হাঁসফাঁস দশা হয়েছিল বঙ্গবাসীর। আবহাওয়া দপ্তর জানিয়েছিল, চলতি সপ্তাহে ১৫-১৬ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে তাপমাত্রা। কিন্তু বুধবার একধাক্কায় ২ ডিগ্রি নেমেছে পারদ। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এদিন ভোরের দিকে জাঁকিয়ে শীতের আমেজ অনুভূত হলেও বেলা বাড়তেই বদলাবে পরিস্থিতি। জেলাগুলিতে শীত দাপট দেখাবে আরও কয়েকদিন। কুয়াশার চাদরে মুড়বে গোটা বঙ্গ। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঘন কুয়াশার সর্তকতা জারি। কুয়াশা দাপট দেখাবে দক্ষিণবঙ্গেও। উত্তরবঙ্গের মালদহ উত্তর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার ও জলপাইগুড়িতে আগামী ৪৮ ঘণ্টায় ঘন কুয়াশা থাকবে বলেই জানা গিয়েছে। দৃশ্যমানতা ২০০ মিটারের কাছাকাছি থাকবে। কোথাও তা ৫০ মিটারে নেমে যেতে পারে। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমানে মাঝারি কুয়াশার সম্ভাবনা।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, শীতের যাওয়া-আসার মাঝেই শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে। নতুন করে বঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে ফেব্রুয়ারিতে। তার আগে সম্ভাবনা রয়েছে শৈতপ্রবাহের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.