Advertisement
Advertisement

Breaking News

দোকানে প্লাস্টিক ক্যারিব্যাগ রাখলেই জরিমানা ৪৫ হাজার

কড়া পদক্ষেপ ইংরেজবাজার পুরসভার।

To save environment Maldah bans polythene bags
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 13, 2018 1:37 pm
  • Updated:March 13, 2018 1:37 pm  

বাবুল হক, মালদহ:  পয়লা বৈশাখ থেকেই মালদহে নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিক ক্যারিব্যাগ। নিষিদ্ধ ক্যারিব্যাগ দোকানে মজুত রাখলেই জরিমানা ৪৫ হাজার টাকা! প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণ করতে এবার যৌথভাবে কড়া পদক্ষেপ করতে চলেছে ইংরেশবাজার পুরসভা ও মালদহ জেলা প্রশাসন। বাংলা নববর্ষের প্রথম দিন থেকেই এই নিয়ম কার্যকর করা হতে পারে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। জেলার ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের ডেকে প্রশাসনের তরফে বিষয়টি জানানো হয়েছে।

[পড়শির বাড়িতে খেলতে গিয়ে দুধের শিশুর যৌন হেনস্তা]

এই প্রসঙ্গে মালদহের জেলাশাসক কৌশিক ভট্টাচার্য জানিয়েছেন,  ‘৫০ মাইক্রনের নিচে কোনও প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা যাবে না। ৫০ মাইক্রনের উপরের প্লাস্টিক ব্যাগ ব্যবহার করতে হলেও পুরসভার অনুমোদন নিতে হবে। পাশাপাশি মানতে হবে যাবতীয় নিয়ম বিধি। এই সংক্রান্ত সরকারি নিয়মগুলি ব্যবসায়ীদের মেনে চলতে হবে।’

Advertisement

পুরসভা বিষয়ক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অনুপ দত্ত জানান, নির্দিষ্ট মাপের প্লাস্টিক ব্যবহার করতে হলে তার ক্ষেত্রেও কিছু নিয়ম আছে। সেই বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট মহলকে জানিয়ে দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের উপযুক্ত আকারের বর্জ্য সংগ্রহকারী ডাস্টবিন রাখতে হবে। সাফাইয়ের ক্ষেত্রে সচেতন হতে হবে।

ইংরেজবাজার পুরসভার একটি সূত্র জানিয়েছে,  কোনও ব্যবসায়ীর কাছে নিষিদ্ধ ক্যারিব্যাগ পাওয়া গেলে তাঁর ৪৫ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। যত্রতত্র বর্জ্য ফেললে ৩৫ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এই নিয়মই চালু করা হচ্ছে।

মালদহ মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক উজ্জ্বল সাহা বলেন, “প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণ,  সাধারণ বর্জ্য নিয়ন্ত্রণ ও বাহক বাহিত রোগ প্রতিরোধের ক্ষেত্রে আমরা প্রশাসনকে সব রকমের সহযোগিতা করব।”

[ফ্লাইং কিস দিয়ে আত্মঘাতী কিশোর, জীবনে ইতি টানল কিশোরী প্রেমিকাও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement