Advertisement
Advertisement

Breaking News

নুসরত জাহান

বিরোধীদের নিয়ে ভাবছেন না, মনোনয়ন পেশ করে আরও আত্মবিশ্বাসী নুসরত

জয় নিয়ে ১০০ শতাংশ আশাবাদী তৃণমূলের তারকা প্রার্থী৷

TMC's star candidate Nusrat Jahan files nomination in Barasat
Published by: Sayani Sen
  • Posted:April 22, 2019 5:04 pm
  • Updated:April 22, 2019 5:43 pm  

ব্রতদীপ ভট্টাচার্য, বারাসত: অভিনয়ই তাঁর জগৎ৷ সদ্যই কেরিয়ারের নয়া ইনিংস শুরু হয়েছে৷ ভোট বৈতরণী পেরোতে তাই ভরসা জনসংযোগ৷ প্রতিদিন সভা-মিছিল করেই সময় কাটছে তাঁর৷ কিন্তু সোমবার সকালটা এক্কেবারে অন্যরকমভাবে শুরু করলেন নুসরত জাহান৷ আজ আর প্রচারের ব্যস্ততা নেই৷ পরিবর্তে বারাসতে এডিএম (ডেভেলপমেন্ট)-এর কাছে গিয়ে মনোনয়ন জমা দিলেন তিনি৷ সঙ্গে ছিলেন তাঁর বাবা এবং মা৷

[ আরও পড়ুন: দাসপুরের ভাড়া বাড়িতে ফের সিআইডি-র জেরার মুখে ভারতী ঘোষ]

বারাসতে জেলাপরিষদ ভবনের পাশেই আদালত৷ প্রতিদিন হাজারও মানুষ ভিড় জমান সেখানে৷ তার উপর আবার সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিন বলে কথা৷ সেই সময় জেলাপরিষদ ভবনে ঢোকেন তৃণমূলের তারকা প্রার্থী নুসরত জাহান৷ সঙ্গে ছিলেন তাঁর বাবা-মা৷ এডিএম (ডেভেলপমেন্ট)-এর হাতে মনোনয়নপত্র জমা দেন তৃণমূল প্রার্থী৷ তারকা মনোনয়নপত্র জমা দিতে এসেছেন আর সাধারণ মানুষ ভিড় জমাবেন না, তা হতেই পারে না৷ সবুজ-সোনালি রঙের শাড়িতে এদিন বেশ মোহময়ী টলিউডের বিখ্যাত অভিনেত্রীকে৷ তাঁকে দেখার জন্য এডিএমের দপ্তরের বাইরে তখন ভিড় উপচে পড়ছে৷ এডিএমের দপ্তর থেকে বেরিয়ে সকলের উদ্দেশ্যে হাত নাড়ান নুসরত৷ হাসি মুখে হাতজোড় করে সকলের থেকে আশীর্বাদ নেন তিনি৷ বসিরহাট থেকে লোকসভা নির্বাচনে তিনি যে জিতবেনই, সে বিষয়ে আত্মপ্রত্যয়ের সুর নুসরতের গলায়৷

Advertisement

NUSRAT-JAHAN

[ আরও পড়ুন: গাড়ি থেকে নেমে নাচ রূপার, মালদহে বিজেপি প্রার্থীর প্রচারে চমক]

সিনে দুনিয়ায় দিব্যি পাকাপোক্ত জায়গা করে ফেলেছেন নুসরত জাহান৷ অভিনয়ের পাশাপাশি রাজ্যেক শাসকদলের সঙ্গে বেশ ঘনিষ্ঠতা হয় তাঁর৷ তৃণমূলের বিভিন্ন সভা তো বটেই, কর্মসূচিতেও তাঁকে দেখা গিয়েছে৷ ক্রমশই তৃণমূল সুপ্রিমোর স্নেহের পাত্রী হয়ে উঠছিলেন তিনি৷ তাই দলের সিদ্ধান্তে লোকসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করার সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ যদিও বিরোধীদের অভিযোগ, নুসরত অভিনেত্রীর ইমেজকে হাতিয়ার করেই নাকি এবার লোকসভা নির্বাচনে এই আসনটি নিজেদের দখলে রাখতে চাইছে তৃণমূল৷ যদিও সেই অভিযোগকে পাত্তা দিতে নারাজ ঘাসফুল শিবির৷ পরিবর্তে সকলের জন্য নুসরত কাজ করবে এই আশা থেকেই অভিনেত্রীকে প্রার্থী করা হয়েছে বলেই জানান স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামী ১৯ মে এই আসনে ভোটাভুটি৷ এই লোকসভা কেন্দ্রে এবার লড়াই মূলত ত্রিমুখী৷ বিজেপির সায়ন্তন বসু অন্যদিকে সিপিআই-এর পল্লব সেনগুপ্তর বিরুদ্ধে তৃণমূলের হয়ে লড়ছেন নুসরত৷ এই কেন্দ্র থেকে কোন প্রার্থী শেষ হাসি হাসবেন, তা জানা যাবে আগামী ২৩ মে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement