Advertisement
Advertisement
তৃণমূল

ব্লক কমিটি নয়, কোচবিহারে বিধায়কদেরই দায়িত্ব দিলেন তৃণমূলের নয়া সভাপতি

একসঙ্গে এলাকায় যাবেন দলের কোর কমিটির সদস্যরা, বার্তা বিনয়কৃষ্ণ বর্মনের।

TMC's New district President holds core committe meeting in Cooch Behar
Published by: Tanumoy Ghosal
  • Posted:June 9, 2019 4:15 pm
  • Updated:June 10, 2019 11:01 am

বিক্রম রায়, কোচবিহার: হামলার পর বিজেপির বিরুদ্ধে থানায় অভিযোগ জানানোর মতো কর্মী খুঁজে পাওয়া যাচ্ছে না। আতঙ্কিত কর্মীদের মনোবল ফেরাতে এবার কোচবিহার জেলা তৃণমূলের কোর কমিটির সদস্যরা একসঙ্গে এলাকায় যাবেন। দলের প্রথম কোর কমিটির বৈঠকে বার্তা দিলেন কোচবিহারে তৃণমূল কংগ্রেসের নতুন জেলা সভাপতি বিনয়কৃষ্ণ বর্মন। শুধু তাই নয়, প্রতিটি ব্লক কমিটি ভেঙে দিয়ে সংগঠনের দায়িত্ব বিধায়কদেরই দিয়েছেন তিনি। এদিকে আবার ব্লক কমিটি ভেঙে দেওয়া নিয়ে বৈঠকে হইহট্টগোল হয় হলে শোনা যাচ্ছে। তবে এই ঘটনা নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাননি তৃণমূল নেতারা।

[আরও পড়ুন: ‘শান্তি বজায় রাখুন’, বসিরহাটের উত্তপ্ত পরিস্থিতিতে আবেদন সাংসদ নুসরতের]

লোকসভা ভোটে হারের জেরে কোচবিহারে তৃণমূল কংগ্রেস সভাপতি পদে বদল ঘটেছে। রবীন্দ্রনাথ ঘোষের জায়গায় নতুন সভাপতি হয়েছে বিনয়কৃষ্ণ বর্মন। জেলার দুই মন্ত্রী-সহ আট বিধায়ক ও প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়কে নিয়ে তৈরি নয়া কোর কমিটির সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি। কোর কমিটি বৈঠকে ব্লক কমিটি ভেঙে দেওয়ার  সিদ্ধান্ত নিয়ে যখন হইহট্টগোল চলছে, তখন তৃণমূল কংগ্রেসে নয়া জেলা সভাপতিকে বলতে শোনা যায়, বিভিন্ন এলাকায় বিজেপি সন্ত্রাসের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানোরও লোক পাওয়া যাচ্ছে না। তাই ব্লক কমিটিগুলি ভেঙে দেওয়া হবে। বৈঠক শেষে বিনয়কৃষ্ণ বর্মন বলেন,  প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে উঠার জন্য কোর কমিটির সদস্যদের একসঙ্গে কাজ করতে হবে। ভীত সন্ত্রস্ত কর্মীদের মনোবল ফেরানোর চেষ্টা করা হবে।

Advertisement

জানা গিয়েছে, প্রথম কোর কমিটির বৈঠকেও জেলায় দলের ১২টি ব্লক ও ৬টি শহরে কমিটি ভেঙে দেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি বিনয়কৃষ্ণ বর্মন। ওই কমিটির সভাপতিরদের বেশিরভাগই মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ঘনিষ্ট বলে খবর। তৃণমূল কংগ্রেসের অন্দরের খবর,  ব্লক সভাপতি দাপটে জেলার কার্যত কোণঠাসা হয়ে গিয়েছিলেন বিধায়করাই। তাই ব্লক কমিটি ভেঙে বিধায়কদেরই সংগঠনের দায়িত্ব দেওয়া হল। তবে  দলের কোনও বিধায়ক না থাকায় কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে সংগঠনে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন কোচবিহারের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়। কোর কমিটির বৈঠকে ‘জনসংযোগ যাত্রা’ নিয়েও আলোচনা করা হয়েছে বলে জানা গিয়েছে।

ছবি: দেবাশিস বিশ্বাস

[ তিনজন দুঃস্থ পড়ুয়ার পড়াশোনার দায়িত্ব নিলেন জঙ্গিপুরের নবনির্বাচিত সাংসদ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement