সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: ডিসেম্বরে নাকি রাজ্য সরকার বড়সড় ধাক্কা খাবে। সরকার পড়েও ।যেতে পারে। এ নিয়ে মাঝেমধ্যেই হুংকার দিচ্ছেন বিজেপি (BJP) নেতারা। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) মুখে ফের উঠে এল সেই ডিসেম্বর প্রসঙ্গ। সুকান্তর মন্তব্য, ”ডিসেম্বরে এত ঠান্ডা পড়বে যে রাজ্য সরকারও কাঁপবে।” এ নিয়ে পালটা কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলও (TMC)। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের পালটা খোঁচা, ”সকলেই জানে ডিসেম্বরে সার্কাস হয়। আর বিজেপি হচ্ছে সেই সার্কাস পার্টি।”
‘ডিসেম্বর’ নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে তরজা চলছে কয়েকদিন ধরেই। শনিবার দুর্গাপুরের (Durgapur) পলাশডিহায় এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলার উদ্বোধন করতে এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানেই তিনি বলেন, ‘‘ডিসেম্বরে শীতে কাঁপবে রাজ্য। আর সেই ডিসেম্বরের শীতে কাঁপবে রাজ্য সরকারও।’’ ডিসেম্বরের পর রাজ্য সরকার থাকবে না বলে হুংকার দিয়ে চলেছেন বিজেপি নেতারা।
শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ থেকে লকেট চট্টোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছে ডিসেম্বর প্রসঙ্গ। দিন কয়ের আগেই শোনা গিয়েছিল, বিজেপির ‘ডিসেম্বর’ ফর্মুলা নিয়ে রাজ্য সরকার ফেলার প্রস্তাব নিয়ে এবার সরাসরি সিপিএমের দ্বারস্থ হয়েছে বিজেপি। সোমবার কালীপুজোয় যখন গোটা রাজ্য মেতে, উৎসবের সেই আবহেই শিলিগুড়িতে প্রাক্তন মন্ত্রী ও সিপিএম নেতা তথা শহরের প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যর বাড়িতে হাজির হন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা ও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। আর এই সাক্ষাৎ ঘিরেই রাজনৈতিক মহলে নতুন আলোড়ন তৈরি হয়েছে। সূত্রের খবর, অশোক ভট্টাচার্যকে তাঁদের সরাসরি প্রস্তাব, ”মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ডিসেম্বরেই ফেলে দেব। আপনারা সঙ্গে থাকুন।”
শনিবার সুকান্তর মুখে সেই কথারই পুনরাবৃত্তি নিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) কটাক্ষ, ‘‘ডিসেম্বর ডিসেম্বর করছেন আমরা জানি। ডিসেম্বরে সার্কাস আসে। আপনাদের পার্টি সার্কাস। বন্যপ্রাণ আইন অনুযায়ী এখন সার্কাসে বাঘ-সিংহের খেলা দেখানো যায় না। এখন সার্কাস মানে জোকার আর তোতাপাখি। ডিসেম্বরে বিজেপির সার্কাস জোকার আর তোতাপাখি, এটাই হবে।’’ এদিকে, রাজ্য সরকারের বিরুদ্ধে এদিন একাধিক ইস্যুতে তোপ দেগেছেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, ”রাজ্য সরকার আর্থিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে। কেন্দ্রের ভিক্ষার অর্থে রাজ্য সরকার চলছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.