Advertisement
Advertisement

বিস্ফোরক তৃণমূলের দুই বহিষ্কৃত সাংসদ, লঙ্কাকাণ্ড বাধানোর হুমকি সৌমিত্রর

নাম না করে অভিষেককে আক্রমণ বহিষ্কৃত তৃণমূল সাংসদের।

TMC's expelled leaders allegation
Published by: Subhajit Mandal
  • Posted:January 14, 2019 8:27 pm
  • Updated:January 14, 2019 8:27 pm  

ধ্রবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: “এক হনুমান লঙ্কাকাণ্ড করেছিল আর আমি করে দেখাব, মিস্টার হরিদাস ভাইপো।” ফেসবুক পোস্টে কথাগুলি লিখেছেন তৃণমূল থেকে বহিষ্কৃত তথা বিজেপিতে যোগ দেওয়া সাংসদ সৌমিত্র খাঁ। হরিদাস ভাইপো বলতে যে তিনি যুব তৃণমূলের সভাপতি তথা মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়েছেন, তা বুঝতে হলে বিশেষজ্ঞ হতে হয় না। কিন্তু কীসের ভিত্তিতে তিনি লঙ্কাকাণ্ড বাধানোর হুমকি দিচ্ছেন? কী এমন গোপন তথ্য তাঁর কাছে আছে, এসব ভেবেই ঘুম ছুটছে শাসক শিবিরের।

[স্কুলে শিক্ষকের পরিবর্তে ‘ইন্টার্ন’ নিয়োগ, ঘাটতি কমাতে নয়া ভাবনা মুখ্যমন্ত্রীর]

দল থেকে বহিষ্কারে আগে থেকেই ফেসবুক পোস্টে একাধিক বিস্ফোরক অভিযোগ করেছেন সৌমিত্র। বিজেপিতে যোগ দেওয়ার পর এই প্রথম বিস্ফোরক হুমকি দিলেন বিষ্ণুপুরের সাংসদ। কী সেই হুমকি? তিনি বলছেন, হনুমানের মতো লঙ্কাকাণ্ড ঘটাবেন। সৌমিত্রর দাবি, তাঁর হাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লির সম্পত্তি সংক্রান্ত বিস্ফোরক তথ্য আছে। এ নিয়ে সর্বোচ্চ আদালতে যাওয়ারও হুমকি দিয়েছেন এই সাংসদ। ফেসবুকে তিনি লিখেছেন, “মিস্টার হরিদাস, কে কত টাকা নিয়েছে, দিল্লিতে কার কত সম্পত্তি, কবে কত টাকা নিয়েছ আমার কাছ থেকে তা নিয়ে সুপ্রিম কোর্টে কেস করছি। আর সেখানেই দেখা হবে।” স্বাভাবিকভাবেই সৌমিত্রর এই ‘দেখে নেওয়ার’ হুমকিতে অস্বস্তি বাড়বে শাসক শিবিরে।

Advertisement

Soumitra

[কম্পিউটার-মোবাইলে নজরদারি ইস্যুতে কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের]

অন্যদিকে, অস্বস্তি আরও বাড়িয়েছেন আরেক বহিষ্কৃত সাংসদ অনুপম হাজরা। বোলপুরের সাংসদের দাবি, তাঁর এলাকায় অনেকেই আছেন যার হয়তো ভয়ে খাতায় কলমে তৃণমূলে আছেন। কিন্তু তৃণমূল করেন না। তাই ট্রেন্ড পালটে, একটু ভালবেসে রাজনীতি করতে চান তিনি। কারণ ভারতবর্ষের ইতিহাস বলছে, ভয়ের রাজনীতি ক্ষণস্থায়ী। কিন্তু ভালবেসে রাজনীতি করলে তা দীর্ঘস্থায়ী হয়।অনুপমের এই টুইট থেকেই স্পষ্ট খুব শীঘ্রই নিজের রাজনৈতিক জীবনে পরিবর্তন আনতে চলেছেন তিনি। দলবদলের ইঙ্গিতও স্পষ্ট।  

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement