Advertisement
Advertisement
Abhishek Banerjee

অভিষেকের চোখে অস্ত্রোপচার, দ্রুত সুস্থতার কামনায় পুজো ছাত্র নেতৃত্বের

কালনার শীতলা মন্দিরে দেওয়া হল পুজো।

TMCP leaders offer prayer in Temple for Abhishek Banerjee in Kalna | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:October 15, 2022 8:32 pm
  • Updated:October 15, 2022 8:33 pm  

অভিষেক চৌধুরী,কালনা: সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) চোখে ফের অস্ত্রোপচার হয়েছে বিদেশের মাটিতে। সেই ছবি টুইট করেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর দ্রুত সুস্থতার কামনায় শীতলা মন্দিরে পুজো দিল কালনার সারগড়িয়ায় তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) নেতৃত্ব।

এদিন তৃণমূলের ছাত্র সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মোল্লা-সহ একঝাঁক ছাত্রনেতা পুজোর ডালা হাতে মন্দিরে উপস্থিত হন। অভিষেকের সুস্থতা কামনায় মন্দিরে প্রার্থনা করেন। পুজোও দেন। এ প্রসঙ্গে রেজাউল ইসলাম মোল্লা বলেন,“আমাদের সকলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের অপারেশন হয়েছে। তাই উনি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন তাই শীতলা মন্দিরে পুজো দিয়ে প্রার্থনা করা হল তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে।”

Advertisement

[আরও পড়ুন: মৃত মায়ের গর্ভে জীবিত সন্তান! অসাধ্যসাধন করে নজির কোচবিহারের চিকিৎসকদের]

 

 

উল্লেখ্য, ২০১৬ সালের অক্টোবরে মুর্শিদাবাদে দলীয় কর্মিসভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেখান থেকে ফেরার পথে হুগলির সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পথের ধারে দাঁড়িয়ে থাকা দুধের গাড়িতে অভিষেকের গাড়ি ধাক্কা মারে। অভিষেকের গাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। জ্ঞান হারান অভিষেক। ওই দুর্ঘটনাতেই সাংসদের বাঁ চোখের নিচের হাড় ভেঙে যায়।

[আরও পড়ুন: আড়ি পাতা এড়াতে বিশেষ কৌশল! রাজ্যের সচিবদের আইফোন ব্যবহারের পরামর্শ মুখ্যমন্ত্রীর]

তারপর থেকে দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন অভিষেক। আরও একবার আমেরিকার হাসপাতালে চোখের অস্ত্রোপচার করা হয়েছে তাঁর। অস্ত্রোপচার সফল বলেই মনে করছেন চিকিৎসকরা। সম্প্রতি নবান্নে ঘনিষ্ঠমহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) অভিষেকের চোখের সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এদিন সকালে অভিষেকের চোখের ছবি পোস্ট করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে, মণি ছাড়া বাকি অংশ টকটকে লাল। বাঁ চোখের আশপাশের অংশ ফোলা। চোখের নিচে অস্ত্রোপচারের দাগও বেশ স্পষ্ট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement