সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে হাফপ্যান্ট আর টি-শার্ট। পাড়ার রাস্তায় দাঁড়িয়ে মদ্যপ অবস্থায় গাড়ির চালককে শাসানি! বিতর্কে টিএমসিপির প্রাক্তন সভানেত্রী জয়া দত্ত। ঘটনার ছবি ধরা পড়েছে রাস্তার সিসিটিভি ক্যামেরায়। বেজায় অস্বস্তিতে শাসকদলের উত্তর ২৪ পরগনা জেলা নেতৃত্ব। ছাত্রনেতার কীর্তির কথা দলের শীর্ষ নেতৃত্বের কানেও পৌঁছেছে বলে জানা গিয়েছে।
[কুকুরের ডাকে বিরক্ত, কান কাটল মদ্যপ]
এবছর কলেজে ভরতিতে দুর্নীতি ও তোলাবাজিতে বিপাকে পড়েছিল তৃণমূল কংগ্রেস। ঘটনায় নাম জড়িয়েছিল শাসকদলের ছাত্রনেতাদেরই। গ্রেপ্তার হয়েছিল কলকাতার জয়পুরিয়া কলেজের প্রাক্তন জিএস। দলের ভাবমূর্তি ফেরাতেই খাস কলকাতার কয়েকটি কলেজে টিএমসিপি ইউনিট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ছাত্র সংগঠনের সভানেত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয় জয়া দত্তকেও। তবে দল থেকে বহিষ্কৃত হননি তিনি। দিন কয়েক আগে মেয়ো রোডে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে হাজির ছিলেন জয়া। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রসমাজের উদ্দেশ্যে শৃঙ্খলার বার্তা দিয়েছিলেন। কিন্তু, এবার সেই জয়া দত্তের আচরণে মুখ পুড়ল শাসকদলেরই। গোটা ঘটনার কথা দলের শীর্ষ নেতৃত্বের কানেও পৌঁছেছে বলে খবর।
জয়া দত্তের বাড়ি উত্তর ২৪ পরগনার হাবড়ার প্রফুল্লনগরে। রবিবার রাতে পাড়ার রাস্তায় এক গাড়ি চালকের সঙ্গে বচসা জড়িয়ে পড়েন তিনি। সেই ঘটনার ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। স্পষ্ট দেখা গিয়েছে, হাফপ্যান্ট ও টি-শার্ট পরে আঙুল উঁচিয়ে শাসাচ্ছেন জয়া দত্ত। ঘটনার সময়ে আবার মদ্যপ ছিলেন তিনি। ছাত্রনেত্রীর কীর্তিতে শোরগোল পড়ে গিয়েছে। অস্বস্তিতে পড়েছে উত্তর ২৪ পরগনা জেলা তৃণমৃল নেতৃত্ব। টিএমসিপির প্রাক্তন সভানেত্রী জয়া দত্তের বিরুদ্ধে দলের শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগ জমা পড়েছে বলে জানা গিয়েছে।
দেখুন ভিডিও:
[ কয়লাখনিতে ধস নেমে ১৫ ফুটের গর্ত, চাঞ্চল্য জামুড়িয়ায়]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.