Advertisement
Advertisement

Breaking News

গ্রেট খালি, অনুপম হাজরা

বিজেপির প্রচারে ‘মার্কিন নাগরিক’ খালি, কমিশনে নালিশ তৃণমূলের

অনুপম হাজরার প্রচারে খালির উপস্থিতি নিয়ে বিরোধিতায় সরব কংগ্রেস৷

TMC writes to EC over wrestler The Great Khali campaigning for BJP
Published by: Sayani Sen
  • Posted:April 28, 2019 12:18 pm
  • Updated:April 28, 2019 12:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরার প্রচারে গ্রেট খালির উপস্থিতি নিয়েই মাথাচাড়া দিল বিতর্ক৷ মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়া সত্ত্বেও কীভাবে তিনি গেরুয়া শিবিরের হয়ে প্রচার করলেন, তা নিয়েই প্রশ্ন তুলল তৃণমূল৷ ইতিমধ্যেই এ বিষয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে ঘাসফুল শিবির৷ কংগ্রেসও তৃণমূলের সুরেই সুর মিলিয়েছে৷

[ আরও পড়ুন: অবাধ নির্বাচনের স্বার্থে অনুব্রতকে গৃহবন্দি করার দাবি, কমিশনে ভোটকর্মীরা]

গত ২৬ এপ্রিল যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম হাজরা মনোনয়ন জমা দেন৷ হুডখোলা জিপে চড়ে মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন কুস্তিগির দ্য গ্রেট খালি৷ তা নিয়ে যত বিতর্কের সূত্রপাত৷ দ্য গ্রেট খালি পাঞ্জাবের ভূমিপুত্র হলেও তিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা, রয়েছে তাঁর মার্কিন নাগরিকত্বও। ফলে একজন বিদেশি কিভাবে ভারতীয়র হয়ে ভোটের প্রচারে অংশগ্রহণ করতে পারেন, সেই প্রশ্ন তোলে তৃণমূল। পাশাপাশি ঘাসফুল শিবিরের দাবি, ভারতীয় ভোটরদের রাজনৈতিক ভাবনায় উদ্বুদ্ধ করতে পারেন না কোনও বিদেশি। সেক্ষেত্রে খালি প্রচারে নামেন কী করে?  এই প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল৷ কংগ্রেসও একই দাবিতে সায় দিয়েছে৷ কংগ্রেস শিবিরেরও একই প্রশ্ন কীভাবে একজন মার্কিন নাগরিক এ দেশে এসে অনুপমের হয়ে প্রচার করলেন? 

Advertisement

[ আরও পড়ুন: জ্বর গায়ে প্রচারে বেরিয়ে নকুলদানা বিলি মিমির]

কিছুদিন আগে রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের ভোটপ্রচারে দেখা গিয়েছিল বাংলাদেশি অভিনেতা ফিরদৌসকে। এরপর দমদমে সৌগত রায়ের প্রচারে মদন মিত্রের সঙ্গে ছিলেন বাংলাদেশি তারকা নূর।  তৃণমূলের হয়ে বাংলাদেশি অভিনেতা ফিরদৌস ও নূরের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিল বিজেপি। এই নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগও দায়ের করে পদ্ম শিবির। এরপরই তাঁদের ভিসা-গত জটিলতা সামনে আসে। দুই তারকাকে রাতারাতি ভারত ছেড়ে যেতে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বিজেপির প্রচারে গ্রেট খালির উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement