Advertisement
Advertisement

বাসন্তীতে শাসকদলের কর্মীর স্ত্রীকে গণধর্ষণ করে খুন, অভিযুক্ত যুব তৃণমূলের একাংশ

সন্তানদের সামনেই গণধর্ষণ করা হয় মৃতাকে৷

TMC worker's wife allegedly raped and murdered in Basanti

প্রতীকী ছবি।

Published by: Tanujit Das
  • Posted:September 1, 2019 2:58 pm
  • Updated:September 1, 2019 3:31 pm  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: মধ্যযুগীয় বর্বরতা এবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে৷ শাসকদলের এক কর্মীর স্ত্রীকে গণধর্ষণ করে খুনের অভিযোগ উঠল স্থানীয় যুব তৃণমূল কর্মীদের একাংশে বিরুদ্ধে৷ ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে উত্তপ্ত বাসন্তীর চড়াবিদ্যা এলাকা৷ ইতিমধ্যে মহিলার মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে পুলিশ৷ ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানা৷

[ আরও পড়ুন: তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত শ্যামনগর, সাংসদ অর্জুন সিংয়ের গাড়ি ভাঙচুর ]

Advertisement

জানা গিয়েছে, মৃতার স্বামী হাফিজুল শেখ বাইরে ছিলেন৷ দুই সন্তানকে নিয়ে শনিবার রাতে বাড়িতে একাই ছিলেন বছর চল্লিশের মৃতা মহিলা৷ প্রতিবেশী এক মহিলা জানিয়েছেন, শনিবার রাতের দিকে কয়েকজন যুবককে মৃতার বাড়িতে ঢুকতে দেখেছিলেন তিনি৷ তারপর রাতে সব চুপচাপ থাকলেও, রবিবার সকালে বাচ্চাদের কান্নার আওয়াজ পেয়ে বাড়িতে যান প্রতিবেশীরা৷ তখনই তাঁরা দেখতে পান,  ঘরের মধ্যে কার্যত নগ্ন অবস্থায় পড়ে রয়েছেন মহিলা৷ তাঁর শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে৷ সঙ্গে সঙ্গে বাসন্তী থানায় খবর দেন স্থানীয়রা৷ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে পুলিশ৷ ময়নাতদন্তের জন্য ক্যানিং হাসপাতালে মৃতদেহটি পাঠান হয়৷

[ আরও পড়ুন: বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে জনতার রোষে পুরকর্মীরা, ধুন্ধুমার কাটোয়ায় ]

পুলিশের জানিয়েছে, সন্তানদের সামনেই ওই মহিলাকে গণধর্ষণ করা হয়েছে৷ তারপর সম্ভবত প্রমাণ লোপাট করতেই খুন করা হয়েছে তাঁকে৷ মৃতার দেহে একাধিক ক্ষত রয়েছে৷ ময়নাতদন্তের পর বিষয়টি আরও স্পষ্ট হবে বলে পুলিশের দাবি৷ ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ৷ মৃত মহিলার স্বামী হাফিজুল শেখের অভিযোগ, দলীয় কোন্দলের জেরে অনেকদিন ধরেই তিনি গ্রাম ছাড়া। আর সেই সুযোগে স্থানীয় যুব তৃণমূল কর্মীরা গণধর্ষণ করে খুন করেছে তাঁর স্ত্রীকে৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এলাকার যুব তৃণমূল নেতারা৷ বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে হাফিজুলই স্ত্রীকে খুন করেছে বলে তাদের পালটা দাবি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement