মাথা মুড়িয়ে প্রতিবাদে তৃণমূল কর্মীরা।
স্টাফ রিপোর্টার: অসমে নাগরিকপঞ্জিতে প্রায় ৪০ লক্ষ মানুষ বাদ পড়ার ইস্যুতে বিজেপির বিভেদের রাজনীতির বিরুদ্ধে জেলায় জেলায় ধিক্কার দিবস পালন করল তৃণমূল কংগ্রেস। কালো পতাকা হাতে নিয়ে কালো ব্যাজ পরে তৃণমূলের নেতা-কর্মীরা দলে দলে শনিবার সকাল থেকে পথে নেমেছিলেন। দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও এদিন পথসভা ও ধিক্কার মিছিলে অংশ নেন হাজার হাজার মানুষ। বেশ কয়েকটি এলাকায় বিজেপি নেতাদের কুশপুতুলও পোড়ানো হয়। কলকাতায় মেয়ো রোডে এদিন বিজেপির সভা থাকায় রাজনৈতিক সৌজন্য দেখিয়ে ধিক্কার দিবসের কর্মসূচি পালন করেনি তৃণমূল। কাল রবিবার কলকাতার প্রত্যেকটি ওয়ার্ডে দলের বিধায়ক ও কাউন্সিলররা নাগরিকপঞ্জি ইস্যুতে বিজেপির বিরুদ্ধে ধিক্কার দিবস পালন করবে বলে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন।
[এনআরসি ইস্যুতে দ্বিচারিতা বন্ধ করুন, মমতাকে কটাক্ষ অমিতের]
নাগরিকপঞ্জি ইস্যুতে দেশজুড়ে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদের জেরে চাপে পড়েছে বিজেপি। বস্তুত এই কারণে এদিন কলকাতায় নিজের বক্তৃতার পুরোটাই অসমের নাগরিকপঞ্জির গাফিলতি ঢাকার জন্য সাফাই দেন। পঞ্চায়েত নির্বাচনে বাংলায় বিজেপি চরম ব্যর্থ হলেও এদিন অমিত শাহ লোকসভা ভোটে দলের ফল নিয়ে যে দাবি করেছেন তা হাস্যকর বলে মন্তব্য তৃণমূল শিবিরের। ২১ জুলাই ধর্মতলার শহিদ স্মরণ মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, রাজে্য বিজেপিকে এক ইঞ্চিও জমি ছাড়া হবে না। আসন্ন লোকসভা ভোটে রাজ্যের ৪২টি আসনেই জয়ী হবে তৃণমূল। পাশাপাশি মমতারই উদ্যোগে চলছে বিজেপি বিরোধী সর্বভারতীয় জোট গঠনের প্রয়াস। অমিত শাহর বাংলায় সভার দিনেই বিজেপির বিরুদ্ধে রাজ্যজুড়ে তীব্র বিক্ষোভ ও ধিক্কার দিবস পালন হওয়ায় অনেকটাই চাপে পড়ে গিয়েছে গেরুয়া শিবির।
[আমার বক্তব্য টিভিতে দেখানো হবে না, অমিতের মন্তব্যের পালটা তৃণমূলের]
ছবি: দিব্যেন্দু মজুমদার
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.