Advertisement
Advertisement

সুদীপের গ্রেপ্তারির প্রতিবাদে তৃণমূলের ফের রেল অবরোধ

রবিবার এর জেরে বেশ বিপাকেই পড়েন সাধারণ যাত্রীরা।

TMC Workers stage agitation in shyamnagar station protesting arrest of Sudip Bandopadhay
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 8, 2017 4:13 pm
  • Updated:January 8, 2017 4:13 pm  

নিজস্ব সংবাদদাতা, ব্যারাকপুর: সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারির প্রতিবাদে রবিবারও অবরোধ কর্মসূচি জারি তৃণমূল কংগ্রেসের। এদিন শ্যামনগর স্টেশনের ১৪ নং রেলগেট অবরোধ করলে বিঘ্নিত হয় ট্রেন চলাচল। একই সঙ্গে শহরেও এদিন প্রতিবাদ মিছিল বের করেন তৃণমূল কর্মীরা।

রোজভ্যালি কাণ্ডে লোকসভায় তৃণমূলের দলনেতাকে গ্রেপ্তার যে দল সহজে মেনে নেবে না তা স্পষ্টতই জানিয়ে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সুদীপের গ্রেপ্তারির পিছনে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন তিনি। নোট বাতিলের বিরোধিতায় তৃণমূলের বিরোধী কণ্ঠ বন্ধ করতেই এই আয়োজন বলেও অভিযোগ তাঁর। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো দলের বরিষ্ঠ নেতাকে যে গ্রেপ্তার করা হতে পারে এমনটা ভাবেননি খোদ তিনিও। আর তাই গ্রেপ্তারির পর থেকেই কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের মাত্রা চড়িয়েছেন তিনি। একদিকে রাজধানীতে সাংসদরা মোদির বাসভবন থেকে কার্যালয়ের সামনে ধরনা, বিক্ষোভ দেখাচ্ছেন। অন্যদিকে রাজ্য জুড়ে বিভিন্ন অঞ্চলে পালন করা হচ্ছে বিক্ষোভ কর্মসূচি। রবিবারও তা জারি ছিল। সকালে সিঁথি মোড় থেকে ডানলপ পর্যন্ত প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলে অংশ নেন জেলার শীর্ষ নেতারা। অন্যদিকে, উত্তর ২৪ পরগনার শ্যামনগর স্টেশনের ১৪ নং রেলগেট অবরোধ করেন তৃণমূল কর্মীরা। ফলে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে শিয়ালদহ শাখার আপ ও ডাউন ট্রেন চলাচল। রবিবার এর জেরে বেশ বিপাকেই পড়েন সাধারণ যাত্রীরা।

Advertisement

এই সংক্রান্ত আরও খবর-

রোজভ্যালি কর্তার ছেলেকে স্কুলে ভর্তির সুপারিশ করেন সুদীপ: সিবিআই

খাচ্ছি-দাচ্ছি দিব্যি আছি, বললেন সুদীপ

সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির প্রতিবাদে উত্তাল রাজ্য

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement