ধ্রুবজ্যোতি বন্দ্য়োপাধ্যায় ও শাহজাদ হোসেন: সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাসের বিরুদ্ধে ধুলিয়ানের তৃণমূল কংগ্রেস নেতা সঞ্জয় জৈনকে ফোন করে অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। এই অভিযোগে কংগ্রেস বিধায়ক বাইরনকে গ্রেপ্তারির দাবি জানিয়ে সোমবার সন্ধে থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক আমিরুল ইসলামের নেতৃত্বে সামশেরগঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভ অবস্থানে বসেন তৃণমূল কর্মীরা।
সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনের দিন ধুলিয়ান পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মেহেবুব আলম ও তৃণমূল নেতা সঞ্জয় জৈন বোখারার একটি বুথের ভিতর প্রবেশ করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিধায়ক বায়রন বিশ্বাস ফোন করে তৃণমূল কংগ্রেসের নেতা সঞ্জয় জৈনকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ। এমনকী রবিবার বিকেলে ধুলিয়ান ১৯ নম্বর ওয়ার্ডের সঞ্জয় জৈনের বাড়িতে চড়াও হন বিধায়ক বায়রন বিশ্বাস বলেও দাবি করা হয়েছে। সেই অভিযোগের জেরেই এদিন সামশেরগঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভ অবস্থানে শামিল তৃণমূল কংগ্রেস কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ফরাক্কার এসডিপিও রাশপ্রীত সিং। তিনি তৃণমূল কংগ্রেস কর্মীদের বিক্ষোভের কবলে পড়েন।
এদিকে বিধায়ক বায়রন বিশ্বাসের সেই হুমকির অডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম জানান, একজন জনপ্রতিনিধি মদ্যপ অবস্থায় যেভাবে তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়েছেন, তাতে অবিলম্বে তাঁকে গ্রেপ্তার করতে হবে। সামশেরগঞ্জ থানায় বিধায়ক বায়রন বিশ্বাসের বিরুদ্ধে লিখিত অভিযোগও জমা পড়েছে।
এদিকে, বায়রন বিশ্বাসের শপথের দায়িত্ব বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের উপরই ছাড়লেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কবে শপথগ্রহণ হবে, সেই বিষয়টিও চূড়ান্ত করবেন বিধানসভার অধ্যক্ষই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.